X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ঢামেকে পুনরায় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৯

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুনরায় শুরু হয়েছে বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন কার্যক্রম।  দীর্ঘদিন বন্ধ থাকার পর বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন কার্যক্রম শুরু হওয়া রোগীরা লাভবান হবেন বলে ধারণা সংশ্লিষ্টদের। ক্যানসার চিকিৎসায় অত্যন্ত জরুরি এই কার্যক্রম শুরু করতে পারায় চিকিৎসকরাও আনন্দিত।

জানা যায়, ২০২০ সালে করোনা মহামারিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড করা হয়। তখন ঢামেক হাসপাতালের দুই নম্বর ভবনের বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। আর দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকার কারণে ইউনিটের বিভিন্ন কক্ষ ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে। অবশেষে ভবনের বিভিন্ন কক্ষ মেরামত করে এবং ব্যবহার উপযোগী করে শুরু হয়েছে বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন কার্যক্রম।

এই প্রসঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. অখিল রঞ্জন বিশ্বাস বলেন, গত বছরের জুলাই মাস থেকে এ সংক্রান্ত সব কাজ শুরু করি। এরপর গত ১২ জানুয়ারি করোনা পরবর্তী প্রথম অস্থিমজ্জ্বা কোষ প্রতিস্থাপন করা হয়। পরবর্তী রোগী আগামী দুই থেকে একদিনের ভেতরে ভর্তি করা হবে এবং তারও বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন করা হবে।

তবে এরপর কিছুদিনের জন্য বিরতি নেওয়া হবে জানিয়ে অধ্যাপক ডা. অখিল রঞ্জন বিশ্বাস বলেন, এ সময়ে ভবনের কয়েকটি কক্ষ মেরামত করতে হবে আবার। সঙ্গে আরও কিছু কাজ করতে হবে। আমাকে আশ্বাস দেওয়া হয়েছে সব ধরনের অবকাঠামোগত মেরামত করে দেওয়া হবে।

এই চিকিৎসক জানান, পরিকল্পনাতেই ছিল, প্রথম রোগীকে সুস্থ করে যখন তাকে ছুটি দিতে পারবো, তখন বিষয়টি জানানো হবে। সেই অনুযায়ী এখন বলা যায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফের বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন কার্যক্রম শুরু হলো।

প্রসঙ্গত, ব্লাড ক্যানসার, লিউকেমিয়া, মাল্টিপল মায়েলোমা, থ্যালাসেমিয়া প্রভৃতি রোগে আক্রান্ত হলে অস্থিমজ্জা প্রতিস্থাপনের প্রয়োজন পড়ে।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৬১ টাকা লিটার দরে রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত
১৬১ টাকা লিটার দরে রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
সিলেটে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
সিলেটে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি