X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যখাতে বাংলাদেশের নতুন সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৩, ২১:৫৬আপডেট : ১৩ মে ২০২৩, ২১:৫৬

স্বাস্থ্যখাতে নতুন একটি সাফল্য পেয়েছে বাংলাদেশ। লিম্ফ্যাটিক ফিলারিয়াসিস নামে একটি ব্যাধি বাংলাদেশ থেকে সম্পূর্ণ নির্মূল হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। লিম্ফ্যাটিক ফিলারিয়াসিস একটি মশাবাহিত রোগ। এর ফলে রোগীর যন্ত্রণাভোগের পাশাপাশি শারীরিক বিকৃতি ঘটে।

এই অঞ্চলে বাংলাদেশ চতুর্থ দেশ যে এই রোগ নির্মূল করেছে। এর আগে মালদ্বীপ, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এই রোগ নির্মূল করে।

শনিবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পুনম খেত্রপাল সিং বাংলাদেশের এ অর্জনকে অত্যন্ত প্রশংসার দাবিদার হিসাবে উল্লেখ করেন।

তিনি বলেন, দৃঢ় রাজনৈতিক প্রতিশ্রুতি, স্বাস্থ্য কর্তৃপক্ষ ও সমাজের অক্লান্ত প্রচেষ্ঠার ফলে এটি সম্ভব হয়েছে। এছাড়া ভিন্ন ধরনের প্রচেষ্ঠা এবং রোগ নির্মূল করার জন্য যথাযথ কৌশল গ্রহণের কারণেও এই অর্জন সম্ভব হয়েছে।

অতীতে লিম্ফ্যাটিক ফিলারিয়াসিস একটি বড় ধরনের স্বাস্থ্য সমস্যা ছিল বাংলাদেশে। ২০০১ সালে এই রোগ নির্মূলের জন্য জাতীয় পরিকল্পনা নেওয়া হয়। ওই সময়ে ৬৪ জেলার মধ্যে ১৯ জেলায় এর বড় ধরনের প্রাদুর্ভাব ছিল। ২০১১ থেকে ২০১৫ এর মধ্যে সুপ্রশিক্ষিত কর্মীবাহিনীর মাধ্যমে এটি নির্মূলের পদক্ষেপ নেওয়া হয়।

বাংলাদেশের ২০১৮-২৫ জাতীয় কৌশল পরিকল্পনায় ওই রোগ যেন আর না হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত পদক্ষেপগুলো উল্লেখ করা হয়েছে।

 

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!