X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

৫০ লাখ মানুষ মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন: বিএসএমএমইউ উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৩, ১৯:১৭আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৯:২০

দেশের ৫০ লাখের বেশি মানুষ মেরুদণ্ডের কোনও না কোনও সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এই মানুষগুলো যদি মেরুদণ্ড সোজা করে না দাঁড়ায়, তাহলে জাতিকে সুস্থ রাখা যাবে না।’

সোমবার (১৬ অক্টোবর) বিশ্ব স্পাইন দিবস উপলক্ষে সোসাইটি অব নিউরোস্পাইন বাংলাদেশ আয়োজিত এক বৈজ্ঞানিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘প্রতি বছর বাংলাদেশে প্রায় ২০ হাজার অপারেশন করতে হয় মেরুদণ্ডজনিত সমস্যার কারণে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর এক হাজার মেরুদণ্ডের অপারেশন হয়ে থাকে।’

শারফুদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা, চিকিৎসার জন্য বাংলাদেশের কোনও রোগী যাতে বিদেশে না যায়। সেই লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কাজ করছে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েই সর্বাধুনিক চিকিৎসা দেওয়া হয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, ‘মেরুদণ্ড আমাদের অমূল্য সম্পদ। মেরুদণ্ডের যত্ন নিন। মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়াতে পারি। আর মেরুদণ্ড আছে বলেই আমরা হাঁটতে পারি। তবে বর্তমানে বাংলাদেশের পাঁচ লাখ মানুষ গুরুতর মেরুদণ্ডের রোগে ভুগছেন।’

এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন– বিএসএমএমইউ’র ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, টেকনোলোজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপকা ডা. আখলাক হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন, নিউরোস্পাইন সোসাইটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন, নিউরোস্পাইন সোসাইটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম প্রমুখ।

/এসও/আরকে/
সম্পর্কিত
প্রাণ গোপালের মেয়ে চিকিৎসক অনিন্দিতাকে হেনস্তার চেষ্টার ঘটনায় জিডি
৫ আগস্টের আগে আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না: বিএসএমএমইউ ভিসি
শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টার মেয়েকে আটক করতে হাসপাতালের কক্ষ ঘেরাও
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন