X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

শিশুদের মনের যত্ন বিষয়ে কর্মশালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৪, ১৯:২২আপডেট : ১৯ মে ২০২৪, ২০:৫২

বিশ্বব্যাপী শিশুদের মানসিক অবস্থার অবনতি ঘটার ফলস্বরূপ তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। একটি জরিপে দেখা গিয়েছে, দেশে ২০২৩ সালে ৫১৩ জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেয়। এর মধ্যে স্কুলগামী শিক্ষার্থী ২২৭ জন এবং কলেজ শিক্ষার্থী ১৪০ জন।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার (১৮ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট অডিটোরিয়ামে ‘শিশুদের মনের যত্ন: মনোবল বৃদ্ধির উপায়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আঁচল ওয়েলবিং কর্নার (আঁচল ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাসিরউল্লাহ সাইকোথেরাপি ইউনিট এ আয়োজন করে।

কর্মশালায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল চৌধুরী, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জোহরা পারভীন, সাবিহা জাহান এবং সহযোগী অধ্যাপক জোবেদা খাতুন। কীভাবে শিশুদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হয়ে দৃঢ় বন্ধন গড়ে তোলা যায় সে বিষয়টি কর্মশালায় তুলে ধরেন অতিথিরা।

অধ্যাপক কামাল চৌধুরী বলেন, ‘আমরা অভিভাবকদের কিছু টিপস অ্যান্ড টুলস দিতে চেষ্টা করবো। কেউ যদি নিজ থেকে তাদের পরিবর্তন চায় এবং আমাদের কথাগুলো গ্রহণ করে তখন তারা এখান থেকে হেল্পফুল কিছু পেতে পারে।’

জোহরা পারভীন বলেন, ‘আমাদের পৃথিবীটা বৈশ্বিক গ্রামে রূপান্তরিত হওয়ার জন্যই জেনারেশনাল গ্যাপ তৈরি হচ্ছে। গত দুই বছরে এই পরিবর্তনের মাত্রা বেশি। এখনকার শিশুদের মধ্যে যে পরিবর্তন দেখা যাচ্ছে তার পেছনে প্রভাবক হিসেবে কাজ করছে পরিবেশ, সংস্কৃতি ও এখনকার ধারা। কর্মশালাটি এ বিষয়ে সচেতনতা ও গ্রহণযোগ্যতা তৈরি করবে।’

জোবেদা খাতুন বলেন, ‘বর্তমানে কাজের ব্যস্ততা অনেক বেড়েছে। আমাদের দেশের ইকোনোমিকাল ক্রাইসিসের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই বাব-মা উভয়কেই কাজ করতে হচ্ছে। মোবাইল ফোন শিশুদের পাশাপাশি বড়রাও ব্যবহার করছে। আমাদের কাছ থেকে এই বিষয়গুলো সম্পর্কিত অভিজ্ঞতা ও গল্প জেনে তারা উপকৃত হবেন।’

সাবিহা জাহান মনে করেন কর্মশালাটিতে অতিথিদের অভিজ্ঞতা ও গল্পগুলো শুনে অভিভাবকদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসতে পারে।

/এসও/আরকে/
সম্পর্কিত
শিশুর নিরাপত্তায় ইউনিসেফের জোরালো ভূমিকা চায় ইউজিসি
‘বাজেটে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে হবে’
সিগারেট করকাঠামোয় সংস্কার জরুরি
সর্বশেষ খবর
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেওয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেওয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন উৎসর্গ করা ৭ নারী কারা
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন উৎসর্গ করা ৭ নারী কারা
আবেশ খানের বোলিংয়ে শেষ ওভারে হারলো রাজস্থান
আবেশ খানের বোলিংয়ে শেষ ওভারে হারলো রাজস্থান
ক্ষুব্ধ সমুদ্রকে শান্ত করতে ইন্দোনেশীয় নারীর বৃক্ষরোপণ
ক্ষুব্ধ সমুদ্রকে শান্ত করতে ইন্দোনেশীয় নারীর বৃক্ষরোপণ
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল