X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ পুরস্কার পেলো ঢাকা আহ্ছানিয়া মিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৪, ০৩:৩০আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৩:৩০

মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদানে বিশেষ অবদান রাখায় জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠসহ ৩টি শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর।

বৃহস্পতিবার (১১ জুলায়) রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বিশ্ব জনসংখ্যা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের হাতে এ পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বিশেষ অতিথি ছিলেন ইউএনএফপিএ বাংলাদেশের অফিসার ইনচার্জ ড. বিভাবেন্দ্র সিং রাঘবংশী। সভাপতিত্ব করেন চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক আ ন ম আল ফিরোজ।

একই দিনে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তন থেকে পুরস্কার গ্রহণ করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-দ্বিতীয় পর্যায়, কুমিল্লার প্রজেক্ট ম্যানেজার সুমন কুমার সাহা এবং কুমিল্লা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী/প্রতিষ্ঠানের সম্মাননা প্রদান অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন ওই প্রকল্পের এমআইএস অফিসার মো. তরিকুল ইসলাম।

উল্লেখ, বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা কমিউনিটি বেসড ডিস্ট্রিবিউশন (সিবিডি) ক্যাটগরিতে নির্বাচিত হয়। এছাড়া চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ‘কুমিল্লা শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা’ (সিবিডি) এবং কুমিল্লা জেলা পর্যায়ে ‘কুমিল্লা শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা’ (সিবিডি ও ক্লিনিক) নির্বাচিত হওয়ায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরকে এই পুরস্কার প্রদান করা হয়।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
কমিউনিটি ক্লিনিকগুলোকে ‘গোয়ালঘরে’ পরিণত করেছিল বিএনপি: স্বাস্থ্যমন্ত্রী
সিজারিয়ান অপারেশনের সংখ্যা কমিয়ে আনতে চাই: স্বাস্থ্যমন্ত্রী 
কেউই চাই না, ডেঙ্গুতে একটা ভয়াবহ পরিস্থিতি হোক: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
‘ভবন নির্মাণে গুণগত মান যাচাইয়ে আধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে’
‘ভবন নির্মাণে গুণগত মান যাচাইয়ে আধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে’
অস্ত্রোপচার লাগছে না, শ্রীলঙ্কা সিরিজেই তাসকিনকে পাওয়ার আশা
অস্ত্রোপচার লাগছে না, শ্রীলঙ্কা সিরিজেই তাসকিনকে পাওয়ার আশা
শিরক অজুহাতে কেটে ফেলা হয়েছে শতবর্ষী বট গাছ 
শিরক অজুহাতে কেটে ফেলা হয়েছে শতবর্ষী বট গাছ 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ‘জুলাই ঐক্য’ জোটের আত্মপ্রকাশ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ‘জুলাই ঐক্য’ জোটের আত্মপ্রকাশ
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?