X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

আন্দোলনে হতাহতদের তালিকা যাচাই-বাছাইয়ে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২২

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকা যাচাই-বাছাই করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সেই সঙ্গে মাঠপর্যায়ে সরেজমিনে নিহত ব্যক্তিদের তালিকা যাচাই-বাছাইয়ে আট সদস্যের একটি কমিটিও করে দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়।

এতে বলা হয়, সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে নিহত ও আহতদের একটি খসড়া তালিকা ডেটাবেজ এমআইএস স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রণয়ন করা হয়েছে। তবে তালিকাটি পূর্ণাঙ্গ করার জন্য মাঠপর্যায়ে যাচাই করা বিশেষ প্রয়োজন।

আট সদস্যের কমিটিতে জেলা প্রশাসককে সভাপতি ও জেলা সিভিল সার্জনকে সদস্য সচিব করা হয়েছে। পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক সদস্য হিসেবে কমিটিতে থাকবেন। 

প্রতিটি জেলার নিহত ও আহতদের তালিকা সরেজমিনে যাচাই-বাছাই, কোনো তথ্য অসামঞ্জস্যপূর্ণ বা অসম্পূর্ণ থাকলে তা ঠিক করা, ভুল তথ্য পাওয়া গেলে তা বাতিল করার সুপারিশ করা, তালিকার বাইরে কোনও নিহত ব্যক্তি এবং তার পক্ষে সঠিক তথ্য পাওয়া গেলে তা অন্তর্ভুক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে।

আগামী ১৪ অক্টোবরের মধ্যে তালিকা যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ নির্ভুল তালিকা স্বাস্থ্যসেবা বিভাগে পাঠাতে বলা হয়েছে চিঠিতে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, এ তালিকায় কেবল গণ-অভ্যুত্থানের পক্ষে নিহত ও আহতদের নাম অন্তর্ভুক্ত করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, প্রস্তাবিত জেলা পর্যায়ের যাচাই-বাছাই কমিটি চূড়ান্তকরণসহ নির্ভুল তালিকা প্রণয়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য নির্দেশ করা হলো।

/এসও/এনএআর/
সম্পর্কিত
খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীর হামলায় শিক্ষক আহত, বিক্ষোভ
গরুর হাট না বসানোর দাবিতে রাস্তায় আফতাবনগরবাসী
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
সর্বশেষ খবর
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন