X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিএমইউকে সহায়তা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৫, ১৯:০৬আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৯:০৬

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আপিসি) বাস্তবায়নে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিকে (বিএমইউ) সহায়তা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ উপলক্ষে  মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে বিএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সঙ্গে তার কার্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ অফিসের টিম লিড (হেলথ সিস্টেম) সাঙ্গে ওয়াংমো’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। পরে তাদের সঙ্গে উপাচার্যের বৈঠক হয়।

এসময় বিএমইউ’র পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আতিকুল হক তুহিন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুস শাকুর, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি) এর ন্যাশনাল প্রোফেশনাল অফিসার কোয়ালিটি হেলথ সিস্টেমস ডা. মুরাদ সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা  বিএমইউ’র সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে, যাতে বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং এর ল্যাবরেটরিগুলোকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকে একটি জাতীয় মডেল হিসেবে রূপান্তর করা যায়। ডব্লিউএইচও ঘনিষ্ঠভাবে মানবসম্পদ উন্নয়নে কাজ করবে এবং এমন একটি কার্যকর ও ব্যবহারিক আইপিসি ব্যবস্থা বাস্তবায়নে সহায়তা করবে, যা সেবাদানকারীদের কার্যপদ্ধতি এবং রোগীদের চাহিদা উভয়কেই গুরুত্ব দেবে। এই উদ্যোগের লক্ষ্য হলো আইপিসি সংক্রান্ত কার্যক্রমে টেকসই উন্নয়ন ঘটানো এবং দেশের অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে স্থাপন করা। সভায় সংক্রমণ প্রতিরোধে পরিচ্ছন্নতা, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, বর্জ্য ব্যবস্থাপনা, টিকা প্রদান, সচেতনতা ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

উল্লেখ্য, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ হলো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা অনুশীলন, যা রোগের বিস্তার রোধে সহায়তা করে। হাসপাতাল, ক্লিনিক এবং অন্যান্য স্বাস্থ্যসেবাকেন্দ্রে রোগীদের এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপদ রাখতে আইপিসি’র কার্যকর বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
ডেঙ্গুর ধরন বদলেছে, জটিল উপসর্গ বেশি: স্বাস্থ্য মহাপরিচালক
স্বেচ্ছায় ২ শতাধিক সাপের কামড় খাওয়া ব্যক্তির রক্তে যুগান্তকারী অ্যান্টিভেনম
ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ বিবৃতিসহায়তা প্রতিশ্রুতির অনিশ্চয়তা বাংলাদেশে মাতৃস্বাস্থ্যে অগ্রগতির ক্ষেত্রে ঝুঁকি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো