অগ্রণী ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ইনফরমেশন টেকনোলজি ডিভিশনে চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার (সিআইটিও) পদে চুক্তি ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার (সিআইটিও)
পদসংখ্যা: ১
চাকরির ধরন: প্রাথমিকভাবে দুই বছরের চুক্তিভিত্তিক
বেতন: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: ২১ ডিসেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৫০ বছর। অত্যধিক দক্ষ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
যেসব যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে: কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ফিজিকস, অ্যাপ্লাইড ফিজিকস, ম্যাথমেটিকস, পরিসংখ্যান বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে স্নাতক ডিগ্রি। অথবা যেকোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ আইসিটিতে ডিপ্লোমা। আইসিটিতে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন; অথবা [email protected] ঠিকানায় সিভি ই-মেইল করতে পারবেন।
ডাকযোগে আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার, এইচআর প্ল্যানিং, ডিপ্লয়মেন্ট অ্যান্ড অপারেশনস ডিভিশন, অগ্রণী ব্যাংক পিএলসি, হেড অফিস, ৯/ডি, দিলকুশা সি/এ, ঢাকা-১০০০।