X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ইতালির উপকূলীয় শহরে জ্যাকলিনের সুবাস

জার্নি ডেস্ক
১৬ আগস্ট ২০১৮, ২২:৪৩আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২২:৪৬

ইতালির উপকূলীয় শহরে জ্যাকলিনের সুবাস বলিউড তারকাদের বেশিরভাগের কাছেই পর্যটন গন্তব্য হিসেবে ইতালি প্রিয়। ইউরোপের জনপ্রিয় দেশটিতে রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, সুস্বাদু খাবার, পানীয় ও ছবির মতো ল্যান্ডস্কেপ। এসবের সুবাদে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের মতো তারকারাও ছুটি কাটাতে যান সেখানে। বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এখন আছেন ইতালীয় ছুটির আমেজে। সম্প্রতি ৩৩তম জন্মদিনের কেক কেটেছেন তিনি। 

অবসর কাটাতে বোনকে নিয়ে ইতালির দক্ষিণ পশ্চিম উপকূলীয় শহর আমালফিতে উড়ে গেছেন জ্যাকলিন। নিজের ইনস্টাগ্রামে ঘুরে বেড়ানোর সময় তোলা কয়েকটি ছবি বৃহস্পতিবার (১৬ আগস্ট) শেয়ার করেছেন তিনি। এসব চমৎকার স্থিরচিত্র দেখে অনেকে নিজের গন্তব্য স্থান হিসেবে আমালফিকে বেছে নেওয়ায় উদ্বুদ্ধ হচ্ছেন। এমনিতেই মনোরম শহরটিতে বিপুল পর্যটক সমাগম ঘটে।

ইতালির উপকূলীয় শহরে জ্যাকলিনের সুবাস আমালফি উপকূলের পসিতানো গ্রামে অবস্থান নিয়েছেন জ্যাকলিন ও তার বোন। তার বর্ণনায়, ‘সবদিক থেকেই সুন্দর।’

হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়েও ছবি তুলেছেন দুই বোন। জ্যাকলিনের ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ছবিতে লাইক পড়েছে ১ লাখ। মন্তব্যের ঘরে দেখা যাচ্ছে, ‘রানির মতো লাগছে’, ‘খুব সুন্দর’ ইত্যাদি।

ইতালির উপকূলীয় শহরে জ্যাকলিনের সুবাস কানে হেডফোন গুজে জ্যাকলিনের গান শোনার আরেকটি ছবিতে লাইক পড়েছে ৪ লাখ।

বেড়াতে গেলেও শরীরচর্চার কথা ভোলেননি ফিটনেস সচেতন জ্যাকলিন। পসিতানোর সড়কে বোনকে নিয়ে জগিংয়ে কিছুটা সময় কাটিয়েছেন তিনি। এরপর শহরের একটি প্রাচীন গির্জায় যান তারা। ‘রেস থ্রি’ তারকা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পসিতানোর পথে পথে ঘুরে পেয়ে গেলাম একটি গির্জা।’

জন্মদিনের পর বলিউডের কাজের ফাঁকে এর আগে ইতালির ক্যাপ্রি ও নেপলস শহরে বেড়িয়েছেন জ্যাকলিন। আর ইতালিতে ছুটি কাটানোর অন্যতম আনন্দ হলো খাবার। সবই জিভে লেগে থাকার মতো! শ্রীলঙ্কান এই সুন্দরীর অনুভূতিও একই। সব মিলিয়ে অভূতপূর্ব কিছু সময় কাটছে তার।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার