X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

যাত্রী আকর্ষণীয় মনে হলে সহকর্মীদের কোড শব্দে জানান বিমানবালা

জার্নি ডেস্ক
০৪ নভেম্বর ২০১৮, ১৯:৩১আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৯:৫৭

যাত্রী আকর্ষণীয় মনে হলে সহকর্মীদের কোড শব্দে জানান বিমানবালা ফ্লাইটে দায়িত্ব পালনের সময় কেবিন ক্রু’দের খুব মনোযোগী দেখতে চায় বিমান যাত্রীরা। তবে কাজের ফাঁকে চলতে থাকে তাদের একটি মজার খেলা!

বিমান আকাশে ওড়ার সময় যাত্রীদের দেখাশোনা করে থাকেন বিমানবালারা। খাবার থেকে শুরু করে সবার যত্নআত্তির যেন কমতি না হয় সেদিকে সারাক্ষণ খেয়াল থাকে তাদের।

অবশ্য কঠোর পরিশ্রমের মাঝেও নিজেদের মধ্যকার নানান রসিকতায় মাতেন ফ্লাইট অ্যাটেনড্যান্টরা। বিশেষ করে একটি খেলা বেশ উপভোগ করেন তারা। আকাশযাত্রা একেবারে শেষে এটি খেলেন বিমানবালারা।

সাধারণত বিমান অবতরণের পর যাত্রীরা নামতে শুরু করেন। তখন দরজায় দাঁড়িয়ে তাদের বিদায় জানান কেবিন ক্রুরা। যেভাবে তারা গুডবাই বলেন, আদতে তা বিমানবালাদের একে অপরের সঙ্গে খেলারই অংশ! আচরণে কোন যাত্রীকে তাদের আকর্ষণীয় মনে হয়েছে তা চেনা কিংবা বোঝানোই এই খেলার অংশ।

যাত্রী আকর্ষণীয় মনে হলে সহকর্মীদের কোড শব্দে জানান বিমানবালা কেবিন ক্রু সদস্যরা সহকর্মীদের কাছে নিজেদের অনুভূতি প্রকাশের জন্য নির্দিষ্টভাবে একটি কোড শব্দ ব্যবহার করেন। যাত্রীদের অজানা এই গোপন তথ্য উন্মোচন হয়েছে অনলাইনে।

যুক্তরাজ্যের কেবিন ক্রু ফোরাম কেবিনক্রু ডটকমে একজন বিমানবালা লিখেছেন, ‘বিমান যাত্রীরা নামার সময় বিদায়বেলায় উচ্চারিত সম্ভাষণের এই খেলা শুরু হয়। দরজায় দাঁড়িয়ে গুডবাই, বাই, থ্যাঙ্ক ইউ, টেক কেয়ার ইত্যাদি বলি আমরা। তাদের মধ্যে কাউকে আকর্ষণীয় কিংবা অভিনব মনে হলে ফ্লাইট অ্যাটেনড্যান্টরা বলে থাকেন, চিরিও! সহকর্মীদের সঙ্গে এই খেলায় অংশ নিতেই হবে। এই চ্যালেঞ্জই কাজের প্রতি মনোযোগ ধরে রাখে আমাদের।’

যাত্রী আকর্ষণীয় মনে হলে সহকর্মীদের কোড শব্দে জানান বিমানবালা তবে কেবিন ক্রু’দের মুখ থেকে রসিকতার সুরেই সব কোড শব্দ ব্যবহার হয় তা নয়। কোনও যাত্রী বিরক্ত করে থাকলে তাকে পরোক্ষভাবে লজ্জা দিয়ে থাকেন অনেক বিমানবালা।
ফ্লাইয়ারটক ডটকমে ক্রুড টক কলামের লেখক ফ্লাইট অ্যাটেনড্যান্ট আমন্ডা প্লেভা একটি কোড শব্দের ব্যাখ্যা দিয়েছেন। তা হলো ‘ক্রপডাস্টিং’। যুক্তরাজ্যের দ্য সান পত্রিকাকে তিনি জানান, ‘ক্রপডাস্টিং’ মানে ‘ডিসগাস্টিং’। কোনও যাত্রী খুব অভদ্র আর কঠিন আচরণ করে থাকলে এই কোড শব্দ ব্যবহার করেন তারা।
সূত্র: সানডে এক্সপ্রেস

/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে