X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ভেনিসে বেড়াতে এন্ট্রি ফি দিতে হবে পর্যটকদের

জার্নি ডেস্ক
০২ জানুয়ারি ২০১৯, ২২:৩১আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৯:৪৪

ভেনিস শহর ইতালির পর্যটন গন্তব্যগুলোর মধ্যে ভেনিস সবচেয়ে বিখ্যাত। বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণপিপাসুরা সেখানে যায়। এর মনোরম অলিগলি ও পথেঘাটে ভিড়ভাট্টা লেগেই থাকে। এই সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় নতুন নিয়ম চালু হয়েছে ভেনিসে। তবে এখন থেকে বেড়ানোর জন্য এই শহরে ঢুকতে সব পর্যটককে ১১ মার্কিন ডলার করে দিতে হবে। এন্ট্রি ফি হিসেবে নেওয়া হবে এই অর্থ।

সাধারণত ভেনিসে হোটেলে রাতে থাকা কিংবা অ্যাপার্টমেন্ট ভাড়ার জন্য কর দিতে হয় পর্যটকদের। নতুন নিয়ম অনুযায়ী তা বাতিল হয়ে যাবে। এখন থেকে ১১ ডলার করে এন্ট্রি ফি দিতে হবে ভ্রমণপ্রেমীদের। একদিনের জন্য বেড়াতে যাবেন ভেনিসে তাদের বেলায়ও একই শর্ত প্রযোজ্য। তবে কয়েক ঘণ্টার জন্য শহরটিতে থাকলে করের অঙ্ক হবে ২ থেকে ৫ ইউরোর মধ্যে। অবশ্য পর্যটন মৌসুমে সবার বেলায় ১০ ইউরো কর ধার্য করা হবে।

ইতালিয়ান সংবাদপত্র লা রিপাবলিকা জানিয়েছে, এন্ট্রি ফি’র মাধ্যমে বছরে ৫ কোটি ইউরো আসবে বলে আশা করা হচ্ছে। পর্যটকদের দেওয়া কর থেকে একবছরে জড়ো হয় ৩ কোটি ইউরো। ২০১৭ সালে কর দিয়েছে ১ কোটি পর্যটক। তবে ২ কোটি ৭০ লাখ ভ্রমণপিপাসুর ফি যোগ করলে হবে ৫ কোটি ইউরো।

ভেনিস শহর নতুন চার্জ ঘোষণা করেন ভেনিসের মেয়র লুইজি ব্রুনারো। ধারণা করা হচ্ছে, পর্যটকদের দেওয়া এন্ট্রি ফি শহর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যয় করা হবে। এয়ারলাইনের টিকিট, নৌ ভ্রমণ কিংবা শহুরে যানবাহনের টিকিটের মাধ্যমে এন্ট্রি ফি নেওয়া হবে।

অভদ্র আচরণ প্রতিরোধে গত বছরের সেপ্টেম্বরে ভেনিসে ফুটপাতে পর্যটকদের বসে থাকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কেউ নিয়ম ভঙ্গ করলে ৫০ থেকে ৫০০ ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে।

এরপর পথেঘাটে অ্যালকোহল বহন নিষিদ্ধ করা হয় ভেনিসে। সন্ধ্যা ৭টার পর কারও কাছে মদ পাওয়া গেলে জরিমানা দিতে হবে। শপিং ব্যাগে থাকলেও রেহাই পাওয়া যাবে না। কারণ, ভেনিসের মূল কেন্দ্রগুলোতে ও জনসমাগমস্থলে পর্যটকরা মাতলামি করে বলে অভিযোগ রয়েছে।

২০১৮ সালের শুরুর দিকে জনপ্রিয় স্থানগুলোতে যেতে পর্যটকদের আলাদা রুট করে দেওয়া হয়। তাদের কাছ থেকে স্থানীয়দের দূরে রাখাই এর লক্ষ্য। যেমন সেন্ট মার্কস স্কয়ার ও রিয়ালতো ব্রিজ।

আদ্রিয়াতিক উপকূলের একটি ঐতিহাসিক গ্রামে ঢোকার জন্য পর্যটকদের কাছ থেকে পাঁচ ইউরো করে এন্ট্রি ফি নেওয়া হয়। এর মাধ্যমে উৎসবের সময় নিরাপত্তা বজায় রাখা সহজ হয় বলে জানান পলিগনানো এ মেয়ার শহরের মেয়র।
সূত্র: ডেইলি মেইল

/জেএইচ/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিম সেদ্ধ করার পানি যেসব উপায়ে ব্যবহার করা যায় 
ডিম সেদ্ধ করার পানি যেসব উপায়ে ব্যবহার করা যায় 
দ্বিতীয় ধাপে দশম দিনের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন
দ্বিতীয় ধাপে দশম দিনের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন
ইয়েমেনে হুথিদের তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালো ইসরায়েল
ইয়েমেনে হুথিদের তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালো ইসরায়েল
বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে