X
মঙ্গলবার, ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

শুধু মেয়েদের জন্য নিঝুম দ্বীপ ও মনপুরা ভ্রমণ

জার্নি রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৩

নিঝুম দ্বীপ (ছবি: সংগৃহীত) নিঝুম দ্বীপ বাংলাদেশের দক্ষিণে একটি ছোট্ট দ্বীপ। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত এই জায়গা। ভ্রমণ বিষয়ক ফেসবুক পেজ ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যার সদস্যদের আয়োজনে সেখানে ট্যুর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ভ্রমণে অংশ নিতে পারবেন শুধু মেয়েরা।

জানা গেছে, আগামী ১৪ মার্চ বিকেল ৪টায় সদরঘাট থেকে লঞ্চের ডেকে করে হাতিয়ার উদ্দেশে রওনা দেবেন নারী পর্যটকরা। পরদিন সকালে হাতিয়া নেমে সেখান থেকে নেমে ট্রলারে চেপে নিঝুম দ্বীপ। ১৮ মার্চ সকালে তাদের ঢাকায় ফেরার কথা।

নিঝুম দ্বীপ (ছবি: সংগৃহীত) ভ্রমণের স্পটগুলো হলো— নৌকায় চৌধুরীর খাল, কমলার দ্বীপ, কবিরাজের চর, সৈকত, নৌকায় মনপুরা দ্বীপ, নামার বাজার, ছোঁয়াখালি। ট্যুরে দেওয়া হবে তিন দিনের নাশতা, মধ্যাহ্নভোজ, সান্ধ্যকালীন ভোজ ও রাতের খাবার, লঞ্চের ডেকে যাওয়া-আসা ও নৌকা, ট্রলার ও বাইকে যাতায়াতের সুবিধা। রাতে থাকবে বারবিকিউ ও গানবাজনা।

নিঝুম দ্বীপ ভ্রমণে আগ্রহী ৩০ জন নারীকে সঙ্গে নেবেন ভ্রমণকন্যারা। ইতোমধ্যে পাঁচজন নাম নিবন্ধন করেছেন। ট্যুর ফি ৫১০০ টাকা। বিকাশ, রকেট কিংবা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া যাবে। ভ্রমণকারীদের সঙ্গে হালকা ব্যাকপ্যাক, ময়লা ফেলার মতো পলিথিন, মশা তাড়ানোর ওডোমস বা ক্রিম, সানস্ক্রিন, শুকনো খাবার ও ওষুধসহ দরকারি জিনিস নিতে হবে। বালিশ ও স্লিপিং ব্যাগ সরবরাহ করা হবে। মোটামুটি মানের বাথরুম ও আছে।

নিঝুম দ্বীপ (ছবি: সংগৃহীত) ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যার প্রতিষ্ঠাতা সাকিয়া হক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ক্যাম্পিংয়ের জন্য নিঝুম দ্বীপের জুড়ি নেই। আমরা ক্যাম্পিং করার উদ্দেশ্য নিয়েই যাচ্ছি। সবাই তাঁবুতে থাকবো। এক তাঁবু দুই জন ভাগাভাগি করবো।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে যাত্রা শুরু, আজ থেকে অর্ডার নিচ্ছে স্টারলিংক
বাংলাদেশে যাত্রা শুরু, আজ থেকে অর্ডার নিচ্ছে স্টারলিংক
স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী
স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী
ত্বকের যত্নে চন্দন ব্যবহারের ৫ উপায় জেনে নিন
ত্বকের যত্নে চন্দন ব্যবহারের ৫ উপায় জেনে নিন
রাজধানীতে প্রকাশ্যে যুবককে কোপানোর ভিডিও ভাইরাল
রাজধানীতে প্রকাশ্যে যুবককে কোপানোর ভিডিও ভাইরাল
সর্বাধিক পঠিত
ক্ষমা চাইলেন ইশরাক
ক্ষমা চাইলেন ইশরাক
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা 
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা