X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ভিয়েতনামের এই পাঁচ-তারকা হোটেলে উঠেছিলেন কিম জং উন

জার্নি ডেস্ক
০১ মার্চ ২০১৯, ১৬:০০আপডেট : ০১ মার্চ ২০১৯, ১৬:৪১

মেলিয়া হ্যানয় ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে হ্যানয়ের পরিচিতি আছে। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সম্মেলনের সুবাদে দারুণভাবে আলোচনায় এসেছে এই শহর। ভিয়েতনামের রাজধানীর ঐতিহাসিক স্থাপত্য, সাংস্কৃতিক আকর্ষণ ও চমৎকার খানাপিনা এমন আন্তর্জাতিক আয়োজনকে করে তোলে রঙিন।

মেলিয়া হ্যানয়ের লবি/রিসেপশন হ্যানয়ে বেড়াতে যাওয়া অনেক পর্যটক কিংবা যারা সেখানে ঘুরতে যাবেন তাদের মনে নিশ্চয়ই উঁকি দিচ্ছে এই প্রশ্ন— ট্রাম্প ও কিম কোথায় উঠেছেন?
মেলিয়া হ্যানয়ে আউটডোর পুল কিম চেক-ইন করেছিলেন মেলিয়া হ্যানয়ে। গত ২৭ ফেব্রুয়ারি সকালে পাঁচ-তারকা হোটেলটির সামনে এসে থামে তার মোটর শোভাযাত্রা। উত্তর কোরিয়া থেকে ২৮০০ মাইলেরও বেশি দূরত্ব আড়াই দিনে ট্রেনে পাড়ি দিয়ে হ্যানয়ে পৌঁছান তিনি।

মেলিয়া হ্যানয় স্পেনের মেলিয়া হোটেলস ইন্টারন্যাশনালের অংশ মেলিয়া হ্যানয় ১৯৯৯ সালে লিতুং কিত স্ট্রিটে চালু হয়। এর লবিতে দেখা যায় ভিয়েতনামের ঐতিহ্যবাহী চিত্রকর্ম। ২২ তলা হোটেলটিতে রয়েছে ৩০৬টি রুম ও স্যুট।
মেলিয়া হ্যানয়ে লিভিং রুম ঐতিহাসিক হ্যানয় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মেলিয়া হ্যানয়। সেখান থেকে হাঁটা দূরত্বে মনোরম হোয়ান কিম লেক আর গভর্নমেন্ট গেস্ট হাউস ও সোফিটেল লিজেন্ড মেট্রোপোল। এর এক মাইল দূরেই উত্তর কোরিয়ার দূতাবাস।

মেলিয়া হ্যানয়ে লেভেল স্যুট ডিলাক্স রুম থেকে শুরু করে ৬৮ বর্গমিটারের লেভেল স্যুটসহ বিভিন্ন ধরনের কক্ষ আছে মেলিয়া হ্যানয়ে। লেভেল স্যুটে আলাদা লিভিং রুম ও এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে। ১৩৫ বর্গমিটারের গ্র্যান্ড স্যুট বেশ আকর্ষণীয়।
মেলিয়া হ্যানয়ে প্রেসিডেন্সিয়াল স্যুট তবে কিম ছিলেন একেবারে ওপরে ১৮৫ বর্গমিটার আয়তনের প্রেসিডেন্সিয়াল স্যুটে। সেখান থেকে হোয়ান কিম লেক ও রেড রিভার দেখা যায়। এতে রয়েছে একটি মাস্টার বেডরুম ও পৃথক লিভিং রুম, ডাইনিং রুম ও অফিসিয়াল কাজের জায়গা।

মেলিয়া হ্যানয়ে লা কাভা লাউঞ্জ খানাপিনার জন্য মেলিয়া হ্যানয়ে আছে দুটি মূল রেস্তোরাঁ ও দুটি লাউঞ্জ। এল পাতিও রেস্তেরাঁয় নাশতা, দুপুর ও রাতের খাবার মিলবে আন্তর্জাতিক বুফেতে। এল ওরিয়েন্টালে পরিবেশন করা হয় ভিয়েতনামিজ ও থাই খাবার।
মেলিয়া হ্যানয়ে ওসিস স্পা এছাড়া হোটেলটিতে রয়েছে একটি ফিটনেস সেন্টার, আউটডোর পুল ও একটি স্পা/বিউটি সেলুন।

মেলিয়া হ্যানয়ে জিম গত বছর সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে সম্মেলনের সময় সেন্ট রেজিসে উঠেছিলেন কিম। সেখানে ৩৩৫ বর্গমিটার আয়তনের প্রেসিডেন্সিয়াল স্যুটে ছিলেন তিনি। এতে রয়েছে হাতে আঁকা সিল্কের দেয়ালকাগজ, গ্র্যান্ড পিয়ানো ও মার্ক শ্যাগালসহ বিখ্যাত চিত্রশিল্পীদের কাজের মূলকপি।
মেলিয়া হ্যানয়ের প্রেসিডেন্সিয়াল স্যুটের বাথরুম সেন্ট রেজিসে বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুটের প্রতি রাতের ভাড়া ৭ হাজার থেকে ৯ হাজার মার্কিন ডলার।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
ম্যানসিটির ওপর চাপ ধরে রাখলো আর্সেনাল
ম্যানসিটির ওপর চাপ ধরে রাখলো আর্সেনাল
এবার এক লাফে স্বর্ণের ভরিতে বাড়লো ৬ হাজার টাকার বেশি
এবার এক লাফে স্বর্ণের ভরিতে বাড়লো ৬ হাজার টাকার বেশি
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ