X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হলো এটিআর ৭২-৬০০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৯, ১৮:০০আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৮:২৪

ইউএস-বাংলার এটিআর ৭২-৬০০ ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে যুক্ত হলো নতুন এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ। রবিবার (২৪ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকায় হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এটি। ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে এই আকাশযানকে স্বাগত জানানো হয়। ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফসহ ঊর্ধ্বতন কর্মকতারা ফুল দিয়ে পাইলটদের স্বাগত জানান।

এটিআর ৭২-৬০০ উড়োজাহাজটি যুক্ত হওয়ার মধ্য দিয়ে ইউএস-বাংলার বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো আটটি। উড়োজাহাজটি গত ২২ মার্চ ফ্রান্স থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। মাঝে জ্বালানির জন্য মিসর ও মাস্কাটে অবতরণ করেছিল এই বিমান।

ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘৩১ মার্চ থেকে এটিআর এয়ারক্রাফট দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবো আমরা। এই উড়োজাহাজে মোট ৭২টি আসন রয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো কোনও বেসরকারি এয়ারলাইনস হিসেবে ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হলো উৎপাদন প্রতিষ্ঠান থেকে সরাসরি নতুন একটি এয়ারক্রাফট। বহরকে সমৃদ্ধ করার লক্ষ্যে আরও তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট শিগগিরই পর্যায়ক্রমে যুক্ত হবে। নতুন যুক্ত হওয়া এয়ারক্রাফটটি ঘণ্টায় ৫১০ কিলোমিটার গতিতে উড়তে পারে। সারাবিশ্বের নামকরা বিমান সংস্থাগুলো এ পর্যন্ত এক হাজারের বেশি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ব্যবহার করছে।

ইউএস-বাংলার এটিআর ৭২-৬০০ ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর) মো.কামরুল ইসলাম বলেন, “যাত্রা শুরুর পর থেকে আমরা অন-টাইম ফ্লাইট অপারেশন, আন্তর্জাতিক মানের কেবিন সার্ভিস, উন্নত মানের নিজস্ব ক্যাটারিং সার্ভিস, আরামদায়ক আসন ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের কাছে একটি নির্ভরযোগ্য এয়ারলাইনস হিসেবে স্বীকৃতি পেয়েছি। ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার প্রোগ্রাম ‘স্কাই স্টার’সহ আরও অনেক সেবা ও সময়োপযোগী সার্ভিস আছে আমাদের।”

ছবি: সাজ্জাদ হোসেন চৌধুরী


/সিএ/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে