X
সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে কতটা জানেন (ভিডিও)

জার্নি রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৯, ১৯:০০আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৯:০৭


বাংলাদেশের গৌরবময় ইতিহাস দীর্ঘ সংগ্রামের ইতিহাস। ১৯৭১ সালে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে অগণিত প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। যাদের প্রাণের বিনিময়ে স্বাধীনতার সূর্যোদয় হয়েছে, সেইসব শহীদের স্মৃতিতে নিবেদিত স্মারক স্থাপনা জাতীয় স্মৃতিসৌধ। ঢাকার সাভারে অবস্থিত এই স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধের শহীদদের অপরিসীম ত্যাগ-তিতিক্ষার এক উজ্জ্বল স্মারক।

রাজধানী ঢাকা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে সাভার উপজেলায় অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ। অসমান উচ্চতা ও স্বতন্ত্র ভিত্তির ওপর সাতটি ত্রিভুজ আকৃতির প্রাচীর নিয়ে মূল সৌধ গঠিত। সর্বোচ্চ স্তম্ভটি সর্বনিম্ন দৈর্ঘ্যের ভিত্তির ওপর, আর সর্বোচ্চ ভিত্তির ওপর স্থাপিত স্তম্ভটি সবচেয়ে কম উচ্চতার। ১৯৭৯ সালে শুরুর পর ১৯৮২ সালে এই স্মৃতিসৌধের কাজ শেষ হয়। প্রায় ৩৪ হেক্টর (৮৪ একর) জমির ওপর নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভটি।

সাতটি ত্রিভুজ আকৃতির এই মিনারের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বাঙালির মুক্তিসংগ্রামের একেকটি ধাপের ভাবব্যঞ্জনা। বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যা শুরু হয়ে একে একে চুয়ান্ন, ছাপ্পান্ন, বাষট্টি, ছেষট্টি ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয়।

মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় নিদর্শনের মধ্য দিয়ে সাতটি ত্রিভুজ ক্রমানুযায়ী একটি আরেকটির চেয়ে ছোট থেকে বড় রাখা হয়েছে। স্মৃতিসৌধের সাতটি স্তম্ভ বহন করছে বাঙালির মুক্তিসংগ্রামের সাত ধাপের ভাবব্যঞ্জনা ও ভাবগাম্ভীর্য।

৪৫ মিটার উঁচু এই মিনারকে ঘিরে আছে কৃত্রিম হ্রদ ও বাগান। স্মৃতিসৌধ প্রাঙ্গণে আছে একাত্তরের অজ্ঞাতনামা শহীদদের ১০টি গণকবর, যারা পাকিস্তানি বাহিনীর হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন। এছাড়া স্মৃতিসৌধ চত্বরে রয়েছে উন্মুক্ত মঞ্চ, অভ্যর্থনা কক্ষ, মসজিদ, হেলিপ্যাড, ক্যাফেটেরিয়া।

রাষ্ট্রীয় সফরে বিদেশি রাষ্ট্রনায়করা এলে এই স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি সম্মান জানানো বাংলাদেশের রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত। জাতীয় স্মৃতিসৌধ ঘুরে দেখার সময় প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা। ঢাকা থেকে বাসে বা গাড়িতে চড়ে সাভারের নবীনগর মোড়ের পাশেই জাতীয় স্মৃতিসৌধে যাওয়া যায়।

মূল লেখা: মো. সাখাওয়াত হোসেন, পাণ্ডুলিপি: আহসান রনি, ভিডিও সম্পাদনা: নাঈম সিদ্দিকি

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৈয়দপুরে কালবৈশাখীর তাণ্ডব: শতাধিক বাড়িঘর ও ফসলের ক্ষতি
সৈয়দপুরে কালবৈশাখীর তাণ্ডব: শতাধিক বাড়িঘর ও ফসলের ক্ষতি
গাজায় চলমান খাদ্য অবরোধ শিথিল করবে ইসরায়েল
গাজায় চলমান খাদ্য অবরোধ শিথিল করবে ইসরায়েল
শ্রম ভবনের প্রধান ফটকে কর্মকর্তাদের পথরুদ্ধ করে শ্রমিকদের বিক্ষোভ
শ্রম ভবনের প্রধান ফটকে কর্মকর্তাদের পথরুদ্ধ করে শ্রমিকদের বিক্ষোভ
হিলিতে বোরো ধানে মাজরা পোকার আক্রমণ, দুশ্চিন্তায় চাষিরা
হিলিতে বোরো ধানে মাজরা পোকার আক্রমণ, দুশ্চিন্তায় চাষিরা
সর্বাধিক পঠিত
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
আরও দুর্বল হলো টাকা
আরও দুর্বল হলো টাকা
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ