X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সামাজিক দূরত্ব বজায় রাখার পার্ক

জার্নি ডেস্ক
০৩ মে ২০২০, ০৮:৩০আপডেট : ০৩ মে ২০২০, ২০:৩৩

পার্ক ডি লা ডিস্ট্যান্স করোনাভাইরাস মহামারিতে বদলে গেছে মানুষের জীবনযাপন। এর পরিপ্রেক্ষিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সামাজিক দূরত্ব বজায় রাখার একটি পার্ক ডিজাইন করা হয়েছে। এর নাম ‘পার্ক ডি লা ডিস্ট্যান্স’।

ছবিতে পার্কটি গোলকধাঁধার মতো দেখতে! পাখির চোখে আঙুলের ছাপ মনে হতে পারে। মূলত মানুষ যেন একে অপরের কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকতে পারে সেভাবেই এটি ডিজাইন করা হয়েছে।

পার্ক ডি লা ডিস্ট্যান্স এ ধরনের পার্ক বিশ্বে এটাই প্রথম। অসাধারণ নতুন এই সংযোজন ভ্রমণপ্রেমীদের সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে সহায়ক হবে। এটি এমন ঢঙে নকশা করা হয়েছে যেন মানুষ নিজেকে বিচ্ছিন্ন বোধ না করে।

লকডাউনে দীর্ঘদিন ঘরবন্দি থাকা মানুষের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তবে এমন একটি পার্ক তাদের কিছুটা টাটকা হাওয়া উপভোগের সুযোগ করে দেবে। কেউ চাইলে শরীরচর্চায় সময় কাটাতে পারেন এতে।

পার্ক ডি লা ডিস্ট্যান্স সুদৃশ্য পার্কটির নকশা করেছে অস্ট্রিয়ান প্রতিষ্ঠান স্টুডিও প্রেস্ট। ভিয়েনার একটি খোলা জায়গায় এটি সাজানো হয়েছে। শহরটির বাসিন্দারা কেবল এই একটি জায়গায় এখন বেড়াতে পারছেন। কারণ লকডাউনে অন্য সব পার্ক অস্থায়ীভাবে বন্ধ রয়েছে।

পার্কের একটি লেন থেকে অন্যটির দূরত্ব ২৪০ সেন্টিমিটার। আর ৯০ সেন্টিমিটারের প্রস্থ একটি থেকে অন্যটিকে পৃথক করেছে। প্রতিটি লেনে প্রবেশ ও বের হওয়ার একটি করে ফটক আছে। এতে বিনামূল্যে হাঁটাহাঁটি করা যাবে।
পার্ক ডি লা ডিস্ট্যান্স হাঁটাপথ গ্রানাইট কঙ্কর দিয়ে বানানো। কেবল পাশের গলিতে পায়ের আওয়াজ শুনে মনে হবে এখানে আরও কেউ আছে! একা হাঁটলে ২০ মিনিটে পার্কটি ঘোরা হয়ে যাবে।

তথ্যসূত্র: লোনলি প্লানেট

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!