X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

টেকনাফ-সেন্টমার্টিন রুটে ফের পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১২ নভেম্বর ২০২০, ১৭:২৩আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ০০:০৯

আট মাসের বেশি সময় বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ফের পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। আগামীকাল শুক্রবার সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক থাকলে এই রুটে কেয়ারি সিন্দাবাদ ও এমভি ফারহানা যাত্রীসেবা দেবে। ইতোমধ্যে দ্বীপ ভ্রমণের টিকিট বিক্রি শুরু হয়েছে। 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলি খবরটি নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৩ নভেম্বর সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকরা যাতায়াত করতে পারবেন। কাগজপত্র যাচাই-বাচাই করে প্রথমে কেয়ারি সিন্দাবাদ জাহাজটিকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পরে সন্ধ্যা ৬টায় এমভি ফারহানাকেও অনুমতি দেওয়া হয়।’

এর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ও নৌ-পরিবহন দফতরের ছাড়পত্র নিয়েছে কেয়ারি সিন্দাবাদ। জাহাজটির টেকনাফ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার জেলা প্রশাসকের কাছ থেকে ছাড়পত্র পেয়েছি। শুক্রবার সকালে আমাদের জাহাজ আবারও টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচল শুরু করবে। দ্বীপ ভ্রমণে আগ্রহীদের কাছে টিকিট বিক্রি শুরু করেছি আমরা।’

এদিকে আবারও পর্যটকবাহী জাহাজ চলাচলে অনুমতি আসার খবর পেয়ে স্বস্তি এসেছে দ্বীপে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পর্যটন ব্যবসায়ীরা আবাসিক হোটেল ও কটেজ সাজিয়ে রাখছেন। জাহাজ চলাচলের খবর দ্বীপে পৌঁছানোর পর সব শ্রেণিপেশার মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।’

কেয়ারি সিন্দাবাদ জাহাজ যদিও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতির বিষয়ে এখনও কোনও নির্দেশনা হাতে পৌঁছায়নি বলে দাবি টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামের। সাগর উত্তাল থাকায় ১৫ মার্চ এই রুটে সব পর্যটকবাহী জাহাজ বন্ধ করে দিয়েছিল প্রশাসন।
বিআইডব্লিউটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক নয়ন শীল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারের পর্যটন মৌসুমে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলের জন্য দুটি জাহাজ অনুমতি চেয়েছিল। এর মধ্যে এমভি কেয়ারি সিন্দাবাদ জাহাজকে গত ১ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর এবং এমভি ফারহানকে ৪ নভেম্বর থেকে আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। 
এদিকে গত ফেব্রুয়ারিতে কক্সবাজার থেকে কর্ণফুলী এক্সপ্রেস নামে একটি পর্যটবাহী জাহাজ চলাচল শুরু করেছিল। 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে