X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

অতিথি পাখির জলকেলিতে মুখর জাবি ক্যাম্পাস

হাসিব জামান, জাবি প্রতিনিধি
২২ নভেম্বর ২০২০, ১০:০০আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১০:০০

অতিথি পাখির কোলাহলে মুখরিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হাজারও অতিথি পাখির কোলাহলে মুখর হয়ে ওঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস। এখানকার জলাশয়গুলোতে বলা যায় আপন সাম্রাজ্য গড়ে তুলেছে পক্ষীরা। লাল শাপলার ফাঁকে যেন বিহঙ্গের মেলা বসেছে। জলকেলি, ওড়াওড়ি ও খুঁনসুটিতে এখন দিন কাটছে অতিথিদের।

পাখির কিচিরমিচির ও জলে ডানা ঝাপটানোর শব্দে মুখর থাকে পুরো ক্যাম্পাস। করোনাভাইরাস মহামারির কারণে এখন বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ। তাই পাখি দেখতে সীমিত পরিসরে আসছেন দর্শনার্থীরা।

প্রতিবছরের চেয়ে এবার কিছুটা আগেই চলে এসেছে অতিথিরা। সুদূর সাইবেরিয়া, মঙ্গোলিয়া বা হিমালয়ের উত্তরাঞ্চলের তীব্র শীত ও ভারী তুষারপাতে টিকে থাকা দায়। তাই একটু উষ্ণতার খোঁজে পাখিরা সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আসে বাংলাদেশে। সাধারণত মাঘ মাসের শেষ পর্যন্ত তাদের বিচরণ দেখা যায়।

অতিথি পাখির কোলাহলে মুখরিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি’র প্রাণিবিদ্যা বিভাগ জানিয়েছে, ১৯৮৬ সাল থেকে এখানকার জলাশয়গুলোতে অতিথি পাখি আসছে। এখন পর্যন্ত দেশি-বিদেশি ২০৪ প্রজাতির বিহঙ্গের দেখা মিলেছে ক্যাম্পাসে। এর মধ্যে ১২৬টি দেশি ও ৭৮টি বিদেশি প্রজাতির।
অন্যান্যবারের তুলনায় এবার পাখির সংখ্যা বেশি হবে বলে আশা করছেন পাখি বিশেষজ্ঞ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অন্যান্য বছর ডিসেম্বর নাগাদ পাখির কিচিরমিচিরে লেকগুলো পরিপূর্ণ হতে দেখেছি। এবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে নভেম্বরেই সেই চিত্র চোখে পড়ছে। আশা করছি, আগামী মাস নাগাদ পাখির সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়ে যাবে। এখন পর্যন্ত লেকগুলোতে পাঁচ হাজারের মতো পাখি অবস্থান করছে। ডিসেম্বরে তা ছয়-সাত হাজারে পৌঁছাতে পারে।’
অতিথি পাখির কোলাহলে মুখরিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবার জাবি ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার, মনপুরা এলাকা, সুইমিংপুল এলাকা, বোটানিক্যাল গার্ডেনের পাশের লেক ও ট্রান্সপোর্ট চত্বরের লেকে বিপুলসংখ্যক পাখি চোখে পড়ছে। অতিথিদের মধ্যে বেশিরভাগ পাখিই হাঁস প্রজাতির। এর মধ্যে উল্লেখযোগ্য– সরালি, গার্গেনি, পিচার্ড, মানিকজোড়, মুরগ্যাধি, জলপিপি, নাকতা, কলাই, ফ্লাইপেচার, পাতারি, চিতা টুপি ও লাল গুরগুটি প্রভৃতি।

প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক উল্লেখ করেছেন, ‘অনেক বছর পর এবার সুইমিংপুল সংলগ্ন জয়পাড়া লেকে আফ্রিকান কম্বডাক দেখা গেছে। তবে পাখিদের মধ্যে বেশিরভাগই সরালি। তাদের মধ্যে ছোট সরালির সংখ্যাই বেশি। এছাড়া বড় সরালি, গার্গেনি, জিরিয়া হাঁস, ল্যাঞ্জা হাঁস ইত্যাদি পাখি এখন পর্যন্ত লেকগুলোতে বেশি বিচরণ করতে দেখেছি।’

অতিথি পাখির কোলাহলে মুখরিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিযায়ী পাখি রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর পাখিমেলা করে থাকে জাবি’র প্রাণিবিদ্যা বিভাগ। কিন্তু কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে সেই আয়োজন অনেকটাই অনিশ্চিত। এ প্রসঙ্গে গতবারের পাখি মেলার আহ্বায়ক অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, ‘ক্যাম্পাস বন্ধ থাকলে পাখি মেলা হওয়ার সম্ভাবনা কম। ক্যাম্পাস খুললে ও পাখির উপস্থিতি থাকলে মেলা করা যেতে পারে।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগের পুনর্বাসন মানবো না’, হেফাজতের মহাসমাবেশে হাসনাত
‘আ.লীগের পুনর্বাসন মানবো না’, হেফাজতের মহাসমাবেশে হাসনাত
হেফাজতের সমাবেশ: টিএসসিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন কর্মীরা
হেফাজতের সমাবেশ: টিএসসিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন কর্মীরা
হেফাজতের মহাসমাবেশে ব্ল্যাসফেমি আইনের দাবি মুফতি আব্বাসীর
হেফাজতের মহাসমাবেশে ব্ল্যাসফেমি আইনের দাবি মুফতি আব্বাসীর
থানায় নেওয়ার পথে দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি
থানায় নেওয়ার পথে দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’