X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

কানাডায় পার্ক ও লেকে কয়েকদিন

তৌহিদ পারভেজ বিপ্লব
১৯ আগস্ট ২০১৯, ০০:০০আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০০:০০

কানাডার জেসপার ন্যাশনাল পার্কে মালিং লেক ঢাকা থেকে টরন্টো। পুরো ২২ ঘণ্টার যাত্রা। পথে বিরতি ছিল দু’বার– ভারতের দিল্লি ও নেদারল্যান্ডসের আমস্টারডামে। টরন্টোতে উঠলাম এক আত্মীয়ের বাসায়। প্রথম দিন বিশ্রাম নিয়েই কাটলো। পরদিন সিএন টাওয়ার দেখতে গেলাম। ১৪৭ তলা ভবনটি থেকে টরন্টো শহরের অর্ধেকের বেশি দেখা যায়। এখানে রেস্তোরাঁও অনেক।

সিএন টাওয়ারের পাশেই রিপলিস অ্যাকুরিয়াম। ক্লান্তি থাকায় সেখানে যাওয়ার সুযোগ হয়নি। কানাডায় তৃতীয় দিন আমরা সকালের ফ্লাইট ধরে চলে যাই এডমন্টন। গন্তব্য ছিল জেসপার ও বেন্ফ। প্রায় পাঁচদিন ছিলাম ওখানে।

কানাডার জেসপার ন্যাশনাল পার্ক এডমন্টন থেকে জেসপার যেতে লাগে দুই ঘণ্টার মতো। বিমানবন্দর থেকে বাসের টিকিট কেটে রওনা হলাম। জেসপার যেতে যেতে বিকেল গড়ালো। আর ঠাণ্ডাও যেন বাড়তে শুরু করলো। সন্ধ্যায় তেমন কিছু দেখতে পারিনি, কারণ তাপমাত্রা তখন ছিল শূন্য ডিগ্রি সেলসিয়াস। এ কারণে নৈশভোজ সেরেই ঘুমিয়ে পড়তে হলো।

সকালে ছিল অবাক করা দৃশ্য। বরফঢাকা পুরো শহর, সেই সঙ্গে তুষারপাত। সারাদিনের পরিকল্পনায় ছিল লেকগুলো ঘুরে দেখা। তাই একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আগে থেকেই ভেবে রেখেছি বিকেলে লেক লুইস দেখবো। পথে চোখে পড়ল জানা-অজানা অসংখ্য পশু-পাখি।

কানাডায় পার্ক ও লেকে কয়েকদিন লেক মালিং দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না! মন ভরে উপভোগ করেছি শুধু। আর মোরাইন লেক নিয়ে কী বলবো! ছবিই কথা বলে।

মোরাইন লেক ঘোরার পর বাসে চড়লাম। গন্তব্য বেন্ফ। সময় লাগলো প্রায় দুই ঘণ্টা। সেখানে দেখার মতো ছিল বো লেক ও মিউজিয়াম ফর হিস্ট্রিক্যাল সাইট। গাড়ি নিয়ে ঘুরে দেখলাম অনেক কিছু।

নায়াগ্রা ফলসের কানাডার অংশ কানাডার শহরগুলোর মধ্যে ভ্যানক্যুভারে সবচেয়ে বেশি আকর্ষণীয় স্থান ছিল গ্রুজ মাউন্টেন। সেখানে অবসর কাটানোর অনেক সুযোগ-সুবিধা। এছাড়া আমরা ঘুরলাম ইংলিশ বে ও কেপিলানো সাসপেনশন ব্রিজে।

হোয়েল ওয়াচিং ট্যুরে বেরিয়ে নৌযানে চড়ে সমুদ্রে তিমি মাছ দেখতে বেরিয়েছিলাম। কিন্তু হতাশ হতে হলো। পরে ঘুরতে গেলাম কুইন এলিজাবেথ পার্কে। এত সুন্দর করে সাজানো, যেন ছবির মতো! প্রায় ঘণ্টাখানেক দারুণ সময় কাটলো সেখানে।

কানাডার জেসপার ন্যাশনাল পার্কে মালিং লেক ছবি: লেখক


/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি