X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ফুটবল স্টেডিয়ামের মাঝে বেড়ে উঠলো বন!

জার্নি ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৯

অস্ট্রিয়ার ওয়াদারজি ফুটবল স্টেডিয়ামে সাজানো বন ফুটবল স্টেডিয়াম মানেই হৈচৈ আর হট্টগোলের সমার্থক। সবুজ মাঠে খেলোয়াড়রা খেলেন আর গ্যালারিতে হই হই রব ওঠে। এটাই চিরচেনা দৃশ্য। কিন্তু স্টেডিয়ামে যদি বন থাকে তাহলে কেমন হয়?

অস্ট্রিয়ার ওয়াদারজি ফুটবল স্টেডিয়ামে সাজানো বন জলবায়ু পরিবর্তন ও বন নিধনের বিরুদ্ধে বার্তা ছড়িয়ে দিতে অস্ট্রিয়ার একটি স্টেডিয়ামকে বনে রূপান্তর করা হলো। এটি মূলত আর্ট ইনস্টলেশন তথা স্থাপনাশিল্প।

অস্ট্রিয়ার ওয়াদারজি ফুটবল স্টেডিয়ামে সাজানো বন ক্লাগেনফুর্ট শহরে অবস্থিত ওয়াদারজি ফুটবল স্টেডিয়ামে চমৎকার বন সাজিয়েছেন সুইস শিল্পী ক্লাউস লিটম্যান। সেখানে এখন বিভিন্ন প্রজাতির ২৯৯টি গাছ। এর মধ্যে কোনো কোনোটির ওজন ছয় টন করে! ৩০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটিতে তাই বিভিন্ন দেশের পর্যটক সমাগম দেখা যাচ্ছে। 

অস্ট্রিয়ান শিল্পী ও স্থপতি ম্যাক্স পাইন্টনারের আঁকা ড্রইং গত ৮ সেপ্টেম্বর শুরু হয়েছে ‘ফর ফরেস্ট– দ্য আনএন্ডিং অ্যাট্রাকশন অব নেচার’ (অরণ্যের জন্য– প্রকৃতির চিরন্তন আকর্ষণ) শীর্ষক স্থাপনাশিল্পটির প্রদর্শনী। ৩০ বছরেরও বেশি সময় আগে অস্ট্রিয়ান শিল্পী ও স্থপতি ম্যাক্স পাইন্টনারের আঁকা ড্রইংয়ে অনুপ্রাণিত এই আয়োজন। সাত সপ্তাহ ধরে শহরে এমন আবহ মানুষকে আকর্ষণ করবে বলে স্টেডিয়াম কর্তৃপক্ষের আশা।

অস্ট্রিয়ার ওয়াদারজি ফুটবল স্টেডিয়ামে সাজানো বন ক্লাউস লিটম্যান ড্রইংটি কিনতে চেয়েছিলেন। কিন্তু সেটি বিক্রি হয়ে গেছে আমেরিকান একটি শিল্পকর্ম সংগ্রহশালায়। তার লক্ষ্য, প্রকৃতি সম্পর্কে উপলব্ধি ও এর ভবিষ্যতের প্রশ্নে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া। তিনি মনে করেন, এমন একদিন হয়তো আসবে যেদিন বিশেষভাবে নকশা করা জায়গাতেই কেবল প্রকৃতি দেখা যাবে। যেভাবে প্রাণীরা এখন চিড়িয়াখানায় থাকে। স্থাপনাশিল্পটিকে সেই বার্তারই প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

অস্ট্রিয়ার ওয়াদারজি ফুটবল স্টেডিয়ামে সাজানো বন স্থাপনাশিল্পটি দেখভাল করছে আনেয়া ল্যান্ডস্কেপ আর্কিটেকচার। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত বন দেখার জন্য স্টেডিয়ামে বিনামূল্যে ঢোকা যাবে। দর্শনার্থীরা চাইলেই অপূর্ব এই শিল্পকর্ম উপভোগ করতে পারবেন। এটাই অস্ট্রিয়ার সবচেয়ে বড় উন্মুক্ত স্থাপনাশিল্প। অক্টোবরের পর স্টেডিয়ামের কাছেই জনসাধারণের উন্মুক্ত স্থানে বনটি পুনরায় স্থাপন করা হবে।

অস্ট্রিয়ার ওয়াদারজি ফুটবল স্টেডিয়ামে সাজানো বন অস্ট্রিয়ান ফুটবল দ্বিতীয় বিভাগের দল অস্ট্রিয়া ক্লাগেনফুর্টের হোমগ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয় ওয়াদারজি স্টেডিয়াম। অস্থায়ী স্থাপনাশিল্প প্রদর্শনী চলাকালে দলটি কাছের কারাওয়ানকেনব্লিক স্টেডিয়ামে খেলছে।

অস্ট্রিয়ার ওয়াদারজি ফুটবল স্টেডিয়ামে সাজানো বন সূত্র: বিবিসি, সিএনএন ট্রাভেল


/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা
ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা
মিরাজের বিশ্বাস পেয়ে ভালো কিছু করেছেন তানভীর
মিরাজের বিশ্বাস পেয়ে ভালো কিছু করেছেন তানভীর
খিলক্ষেতে কাভার্ড ভ্যানচাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত
খিলক্ষেতে কাভার্ড ভ্যানচাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল