X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ওয়াটার বাসে ৩০ মিনিটেই কর্ণফুলী সদরঘাট থেকে পতেঙ্গা

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
১০ ডিসেম্বর ২০১৯, ০৯:০০আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:৩৭

ওয়াটার বাস চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ের মধ্যে যাতায়াতের জন্য আনুষ্ঠানিকভাবে চালু হলো শীততাপ নিয়ন্ত্রিত ওয়াটার বাস। কর্ণফুলী নদীর সদরঘাট টার্মিনাল থেকে বিমানবন্দর পর্যন্ত নৌ-পথে এই সেবা পাবেন যাত্রীরা। এটি চালু করেছে এসএস ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান।

সোমবার (৯ ডিসেম্বর) প্রথমবারের মতো সদরঘাট থেকে বিমানবন্দর রুটে ওয়াটার বাস চলাচল করে। পতেঙ্গা ঘাটে নামার পর বিমানযাত্রীদের শীতাতপ নিয়ন্ত্রিত বাসে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে মাত্র ৩০ মিনিটে গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা।

তবে প্রথম দিন খুব বেশি সাড়া না পাওয়ার কথা স্বীকার করেছে এসএস ট্রেডিং। প্রতিটি যাত্রায় গড়ে ১০-১৫ জন যাত্রী ছিলেন। প্রতি ভ্রমণের জন্য জনপ্রতি ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু শুরুতে প্রচারণার স্বার্থে ৫০ টাকা কমিয়ে ভাড়া ৩৫০ টাকা রাখা হয়।

এসএস ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সাব্বার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা দুটি ওয়াটার বাস দিয়ে এই সেবা শুরু করেছি। জানুয়ারিতে আরও দুটি ওয়াটার বাস এই রুটে যুক্ত হবে। যাত্রী চাহিদার কথা বিবেচনা করে সামনে ওয়াটার বাসের সংখ্যা বাড়বে।’

জানা গেছে, দুটি ওয়াটার বাস প্রতিদিন পাঁচবার করে সদরঘাট থেকে পতেঙ্গা যাবে ও আসবে। সকাল ৭টা, ৮টা, দুপুর ১২টা ১৫ মিনিট, বিকাল ৩টা ও সন্ধ্যা ৭টায় সদরঘাট থেকে পতেঙ্গার উদ্দেশে ছেড়ে যাবে এটি।

পতেঙ্গা থেকে সকাল ৮টা ৩০ মিনিট, ১১টা ৩০ মিনিট, দুপুর ২টা ২৫ মিনিট, বিকাল ৪টা ৩০ মিনিট ও রাত ৯টা ১৫ মিনিটে সদরঘাটের উদ্দেশে ছেড়ে আসবে ওয়াটার বাস।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!