X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চা বাগানের ভেতর মনকাড়া কাশফুল

সাইফুল ইসলাম, মৌলভীবাজার
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩১

মৌলভীবাজারের কাশবন মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহর থেকে এক কিলোমিটার দূরে লাউয়াছড়া সড়ক। এখানে বিটিআরআই চা বাগানের ভেতর ফুটেছে সাদা কাশফুল। চোখ জুড়ানো এই অপরূপ সৌন্দর্য মন কাড়ছে পর্যটকদের।

উঁচু-নিচু টিলার মধ্যে চা বাগান। যেন সবুজে ছেয়ে গেছে চারদিক। চা বাগানের ভেতর দিয়ে বয়ে চলেছে পাহাড়ি ছড়া । এর দু’পাশে বালুচরের বির্স্তীণ এলাকা জুড়ে জেগেছে কাশবন। অপরূপ সাদা কাশফুলের বাতাসে দোল খাওয়ার দৃশ্য মনোরম।

মৌলভীবাজারের কাশবন প্রতিদিন কাশবনে বেড়াতে আসেন বিভিন্ন শ্রেণিপেশার প্রকৃতিপ্রেমী। একদিকে চা বাগান, অন্যদিকে কাশফুল এবং ছড়ার জল ছুঁয়ে আসা মন জুড়িয়ে দেওয়া হাওয়া।

ঢাকার বাসিন্দা আঞ্জুমান আরা মুন বলেন, ‘অধিকাংশ পর্যটন গন্তব্য বন্ধ। কী করবো কিছু খুঁজে পাচ্ছিলাম না! হঠাৎ গাড়িতে বসে চোখে পড়লো কাশবনে। গাড়ি থেকে নেমে বেশ কিছুক্ষণ উপভোগ করলাম। মনটা ভরে গেছে। খুবই ভালো লাগলো।’

সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান রানার কথায়, ‘সাদা ও সবুজের মিলনমেলার পাশ দিয়ে বয়ে চলা পাহাড়ি ছড়ার কূলে ঘুরে বেড়ানোর অনুভূতি অন্যরকম। কাশফুলের সাদা রঙে মনটা প্রফুল্ল হয়ে গেছে।’

মৌলভীবাজারের কাশবন এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় মৌলভীবাজার জেলার পর্যটন স্পটে এখন প্রবেশ নিষেধ।

লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা ঘুরে দেখা যায়, মূল ফটকে তালা। তবুও মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসে অনেক পর্যটক আসেন। উদ্যানে ঢুকতে না পেরে চা বাগানের ভেতরে কাশবনে ঘোরাঘুরি করে ছবি তোলেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে- লাউয়াছড়া উদ্যান ছাড়াও মাধবপুর লেক, মাধবকুণ্ড, হাকালুকি ও বাইক্কাবিল হাইল হাওর ইত্যাদি পর্যটন গন্তব্যে প্রবেশ নিষেধ রয়েছে। তবে অভিযোগ রয়েছে, নিরাপত্তাকর্মীরা কারও কারও কাছ থেকে বেশি টাকা নিয়ে ঢুকতে দেন। বিশেষ করে লাউয়াছড়া উদ্যানের ভেতর টাকার বিনিময়ে কৌশলে যেতে দেওয়া হচ্ছে।

মৌলভীবাজারের কাশবন গত ১৯ মার্চ থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান বন্ধ থাকায় অনেকে মাধবপুর লেকে গিয়ে ভিড় করেন। চলতি পথে দুটি স্থানে চা বাগানের ফটক আছে। এখানে পর্যটকদের ব্যবহৃত যানবাহন আটকে টোল আদায় করে ভেতরে ঢুকতে দেওয়ার কথা শোনা গেছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় উদ্যানে পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সবকিছু স্বাভাবিক হলে এবং সরকারি নির্দেশনা পেলে ফটক খুলে দেওয়া হবে।’

একই মন্তব্য মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের, ‘লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত ও চা বাগানের আওতাধীন মাধবপুর লেক বন্ধ রয়েছে। সরকারি নির্দেশনা পেলেই এগুলো খুলে দেওয়া হবে।’
মৌলভীবাজারের পর্যটন জেলা প্রশাসক বাংলা ট্রিবিউনকে জানান, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে হোটেল-মোটেল পরিচালনা করতে গত ১ সেপ্টেম্বর পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। যদিও বিষয়টি আনুষ্ঠানিক নয়। তবে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. নজরুল ইসলাম উল্লেখ করেন, ‘সীমিত আকারে হোটেল ও রিসোর্ট মৌখিকভাবে পরিচালনার জন্য বলা হয়েছে।’
মৌলভীবাজারে দুটি পাঁচতারকা মানের হোটেল ও রিসোর্ট আছে। এর মধ্যে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ বন্ধ রয়েছে। তবে দুসাই রিসোর্ট সীমিত আকারে খোলা হযেছে। বাকি সব হোটেল ও রিসোর্ট অতিথিদের সেবা দিচ্ছে।
মৌলভীবাজারের পর্যটন শ্রীমঙ্গল ট্যুর গাইড সৈয়দ রিজভী বাংলা ট্রিবিউনকে জানান, প্রতিদিন পর্যটকরা মৌলভীবাজারে বেড়াতে আসে। তবে পর্যটন স্পটগুলো আনুষ্ঠানিকভাবে খোলা হয়নি। দর্শনীয় জায়গাগুলোর আশপাশ ঘুরে দেখছেন অনেকে।

ট্যুর গাইডের মন্তব্য, ‘বর্তমানে অধিকাংশ ট্যুর গাইড বেকার। বিদেশি পর্যটকরা না এলে আমাদের কর্মহীন হয়েই থাকতে হবে। দেশি পর্যটকদের প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জনের ট্যুর গাইডের প্রয়োজন পড়ে না। কারণ তারা পথচারীদের কাছে জেনে পর্যটন স্পট খুঁজে বের করে নেন।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!