X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

চা বাগানের ভেতর মনকাড়া কাশফুল

সাইফুল ইসলাম, মৌলভীবাজার
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩১

মৌলভীবাজারের কাশবন মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহর থেকে এক কিলোমিটার দূরে লাউয়াছড়া সড়ক। এখানে বিটিআরআই চা বাগানের ভেতর ফুটেছে সাদা কাশফুল। চোখ জুড়ানো এই অপরূপ সৌন্দর্য মন কাড়ছে পর্যটকদের।

উঁচু-নিচু টিলার মধ্যে চা বাগান। যেন সবুজে ছেয়ে গেছে চারদিক। চা বাগানের ভেতর দিয়ে বয়ে চলেছে পাহাড়ি ছড়া । এর দু’পাশে বালুচরের বির্স্তীণ এলাকা জুড়ে জেগেছে কাশবন। অপরূপ সাদা কাশফুলের বাতাসে দোল খাওয়ার দৃশ্য মনোরম।

মৌলভীবাজারের কাশবন প্রতিদিন কাশবনে বেড়াতে আসেন বিভিন্ন শ্রেণিপেশার প্রকৃতিপ্রেমী। একদিকে চা বাগান, অন্যদিকে কাশফুল এবং ছড়ার জল ছুঁয়ে আসা মন জুড়িয়ে দেওয়া হাওয়া।

ঢাকার বাসিন্দা আঞ্জুমান আরা মুন বলেন, ‘অধিকাংশ পর্যটন গন্তব্য বন্ধ। কী করবো কিছু খুঁজে পাচ্ছিলাম না! হঠাৎ গাড়িতে বসে চোখে পড়লো কাশবনে। গাড়ি থেকে নেমে বেশ কিছুক্ষণ উপভোগ করলাম। মনটা ভরে গেছে। খুবই ভালো লাগলো।’

সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান রানার কথায়, ‘সাদা ও সবুজের মিলনমেলার পাশ দিয়ে বয়ে চলা পাহাড়ি ছড়ার কূলে ঘুরে বেড়ানোর অনুভূতি অন্যরকম। কাশফুলের সাদা রঙে মনটা প্রফুল্ল হয়ে গেছে।’

মৌলভীবাজারের কাশবন এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় মৌলভীবাজার জেলার পর্যটন স্পটে এখন প্রবেশ নিষেধ।

লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা ঘুরে দেখা যায়, মূল ফটকে তালা। তবুও মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসে অনেক পর্যটক আসেন। উদ্যানে ঢুকতে না পেরে চা বাগানের ভেতরে কাশবনে ঘোরাঘুরি করে ছবি তোলেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে- লাউয়াছড়া উদ্যান ছাড়াও মাধবপুর লেক, মাধবকুণ্ড, হাকালুকি ও বাইক্কাবিল হাইল হাওর ইত্যাদি পর্যটন গন্তব্যে প্রবেশ নিষেধ রয়েছে। তবে অভিযোগ রয়েছে, নিরাপত্তাকর্মীরা কারও কারও কাছ থেকে বেশি টাকা নিয়ে ঢুকতে দেন। বিশেষ করে লাউয়াছড়া উদ্যানের ভেতর টাকার বিনিময়ে কৌশলে যেতে দেওয়া হচ্ছে।

মৌলভীবাজারের কাশবন গত ১৯ মার্চ থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান বন্ধ থাকায় অনেকে মাধবপুর লেকে গিয়ে ভিড় করেন। চলতি পথে দুটি স্থানে চা বাগানের ফটক আছে। এখানে পর্যটকদের ব্যবহৃত যানবাহন আটকে টোল আদায় করে ভেতরে ঢুকতে দেওয়ার কথা শোনা গেছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় উদ্যানে পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সবকিছু স্বাভাবিক হলে এবং সরকারি নির্দেশনা পেলে ফটক খুলে দেওয়া হবে।’

একই মন্তব্য মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের, ‘লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত ও চা বাগানের আওতাধীন মাধবপুর লেক বন্ধ রয়েছে। সরকারি নির্দেশনা পেলেই এগুলো খুলে দেওয়া হবে।’
মৌলভীবাজারের পর্যটন জেলা প্রশাসক বাংলা ট্রিবিউনকে জানান, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে হোটেল-মোটেল পরিচালনা করতে গত ১ সেপ্টেম্বর পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। যদিও বিষয়টি আনুষ্ঠানিক নয়। তবে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. নজরুল ইসলাম উল্লেখ করেন, ‘সীমিত আকারে হোটেল ও রিসোর্ট মৌখিকভাবে পরিচালনার জন্য বলা হয়েছে।’
মৌলভীবাজারে দুটি পাঁচতারকা মানের হোটেল ও রিসোর্ট আছে। এর মধ্যে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ বন্ধ রয়েছে। তবে দুসাই রিসোর্ট সীমিত আকারে খোলা হযেছে। বাকি সব হোটেল ও রিসোর্ট অতিথিদের সেবা দিচ্ছে।
মৌলভীবাজারের পর্যটন শ্রীমঙ্গল ট্যুর গাইড সৈয়দ রিজভী বাংলা ট্রিবিউনকে জানান, প্রতিদিন পর্যটকরা মৌলভীবাজারে বেড়াতে আসে। তবে পর্যটন স্পটগুলো আনুষ্ঠানিকভাবে খোলা হয়নি। দর্শনীয় জায়গাগুলোর আশপাশ ঘুরে দেখছেন অনেকে।

ট্যুর গাইডের মন্তব্য, ‘বর্তমানে অধিকাংশ ট্যুর গাইড বেকার। বিদেশি পর্যটকরা না এলে আমাদের কর্মহীন হয়েই থাকতে হবে। দেশি পর্যটকদের প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জনের ট্যুর গাইডের প্রয়োজন পড়ে না। কারণ তারা পথচারীদের কাছে জেনে পর্যটন স্পট খুঁজে বের করে নেন।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!