X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শিশু আইনের অস্পষ্টতা নিয়ে দুই মন্ত্রণালয়ের ব্যাখ্যা তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৬, ১৬:০৬আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৬:০৮





হাইকোর্ট শিশু আইনে প্রাপ্তবয়স্ক অপরাধীদের বিষয়ে অস্পষ্টতার ব্যাখ্যা তলব করেছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে আইন ও সমাজকল্যাণ মন্ত্রনালয়কে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রবিবার বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
উল্লেখ, রবিবার এ সংক্রান্ত একটি মামলা রায়র জন্য ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির এই ব্যাপারে বলেন, রায় দেওয়ার আগে আইনের এই অস্পষ্টতার বিষয়ে সরকারের বক্তব্য জানা দরকার। এরপরই আদালত দুই সচিবের কাছে ব্যাখ্যা তলব করেন।
২০১৩ সালে শিশু আইনে সর্বশেষ সংশোধনী আনা হয়। এই আইনের অধীনে প্রতিটি জেলায় গঠন করা হয় শিশু আদালত। শিশুকে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও রংপুরে দায়েরকৃত চারটি মামলার আসামিদের জামিন আবেদনের শুনানি করেন শিশু আদালত। কিন্তু শিশু আদালত তাদের জামিন দেননি। পরে আসামিরা হাইকোর্টে এসে জামিন চান। ওই জামিন আবেদনগুলোর শুনানিকালে হাইকোর্ট বলেন, আসামিরা প্রাপ্ত বয়ষ্ক হওয়ার পরেও কেন শিশু আদালতে তাদের জামিন আবেদনের শুনানি করা হয়েছে? পরে এ বিষয়ে রুল জারি করে সংশ্লিষ্ট চার নিম্ন আদালতের বিচারকের ব্যাখ্যাও তলব করা হয়।
ব্যাখ্যায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দি চিলড্রেন অ্যাক্ট, ১৯৭৪ এর বিধান অনুযায়ী যে সব মামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ভিকটিম শিশু ওইসব মামলা বিচারের জন্য কিশোর আদালতে পাঠানো হতো। কিন্তু শিশু আইন, ২০১৩ এর ১৭(১) ধারার পরিপ্রেক্ষিতে এই বিষয়ে অস্পষ্টতা দেখা দিয়েছে।
/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত