X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর শাকিলের মৃত্যুর কারণ জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৬, ০০:১৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ০০:২৮

মাহবুবুল হক শাকিল প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের লাশের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। আমরা যা জানতে পারব, তা গুরুত্বসহ জানাব। এখন পর্যন্ত কোনও কিছু নিশ্চিত হওয়া যায়নি।’ মঙ্গলবার রাতে বাংলা ট্রিবিউনকে তিনি এ তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার মৃত্যুর বিষয়টি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। আমরা সার্বিক বিষয় তদন্ত শেষে নিশ্চিত হতে পারব তার মৃত্যুর বিষয়টি।’ তিনি বলেন, ‘রেস্টুরেন্ট কর্মচারীদের কাছে ঘটনার বর্ণনা শোনা হচ্ছে।’ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছেন বলেও জানান তিনি। 

এরআগে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল রাজধানীর গুলশান দুই নম্বরের জাপানি রেস্তোরাঁ সামদানে মৃত্যবরণ করেন। এ প্রসঙ্গে শাকিলের কয়েকজন রাজনৈতিক সহকর্মী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেলা ১২টার দিকে হোটেল কর্তৃপক্ষ জানতে পারে, দ্বিতীয় তলায় শাকিল অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে ড্রাইভার হেলালকে ফোন দিলে, তিনি তার স্বজনদের বিষয়টি জানান। ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় গিয়ে আমরা দেখি, শাকিল একটি কম্বল গায়ে শোয়া অবস্থায় আছেন। পরে একজন ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তার উপস্থিত হয়ে সেখানেই পরীক্ষা-নিরীক্ষা করে শাকিলকে মৃত ঘোষণা করেন।’ তাদের ধারণা, শাকিলের স্ট্রোক হয়েছিল।

২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দেওয়া হয়। মাহবুবুল হক শাকিল ছিলেন তাদের অন্যতম। শাকিল এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত মেয়াদে বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন এক সময়কার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি এই ছাত্রনেতা। শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর। তার জন্ম ১৯৬৮ সালে ময়মনসিংহে।

 

আরও পড়ুন:

/এআরআর/এমএন এইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাকিব আল হাসানকে দেখতে ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থী আহত
সাকিব আল হাসানকে দেখতে ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থী আহত
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
ঢাবির ২ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রাথমিক সত্যতা মিলেছে
ঢাবির ২ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রাথমিক সত্যতা মিলেছে
হৃদয়ের বিশ্বাস, এক ইনিংস ভালো করলেই ফর্মে ফিরবেন লিটন
হৃদয়ের বিশ্বাস, এক ইনিংস ভালো করলেই ফর্মে ফিরবেন লিটন
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা