X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ঢাকা কলেজে সংঘর্ষ: ৩২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৭, ২০:০৫আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ২০:০৯

কারাগার ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলায় গ্রেফতার করা ৩২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান এ নির্দেশ দেন।
এর আগে রবিবার বিকালে নিউ মার্কেট থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন ঢাকা কলেজের দুই সাধারণ শিক্ষার্থী। এর মধ্যে প্রথম মামলাটি দায়ের করেন কলেজের শিক্ষার্থী ননী গোপাল দাস। ১১ নম্বর এই মামলায় ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার আহ্বায়ক নূরে আলম ভূঁইয়া রাজুসহ ৮০/৯০ জনকে আসামি করা হয়। এই মামলার আসামিদের মধ্যে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে, রাজুর সমর্থক শাহজালাল নামের এক শিক্ষার্থী ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হিরণ ভূঁইয়া ও জামাল উদ্দিন মাহীসহ ৭০/৮০ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলার আসামিদের মধ্যে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দুই মামলায় গ্রেফতার করা মোট ৩২ জনকে আদালতে হাজির করে নিউ মার্কেট থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মহীউদ্দিন সবাইকে কারাগারে পাঠানোর আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান সবাইকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে যুগ্ম আহ্বায়ক ‘হিরণ গ্রুপে’র ওপর অতর্কিত হামলা করে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয় আহ্বায়ক ‘রাজু গ্রুপ’। এসময় ছাত্রাবাসের কয়েকটি কক্ষে ভাঙচুর চালায় হামলাকারীরা। এছাড়া, সাতটি মোটরসাইকেলের আগুন ধরিয়ে দেয় তারা। সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হন।

আরও পড়ুন-

ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মী সাময়িক বহিষ্কার

ঢাকা কলেজে সংঘর্ষ: পাল্টাপাল্টি মামলা, গ্রেফতার ৩২

ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

/আরজে/এসআইটি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?