X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বাহাত্তরের সংবিধানে হাত দিতে পারেন না: আদালতকে অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৭, ১২:৪০আপডেট : ২৪ মে ২০১৭, ১৭:০৩

বাংলাদেশ সুপ্রিম কোর্ট
‘সমস্ত পাণ্ডিত্য আপনাদের, আমাদের। কিন্তু বাহাত্তরের সংবিধানে হাত দিতে পারেন না। যোগ করা যেতে পারে।’ উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে বুধবার (২৪ মে) ৬ষ্ঠ দিনের মতো যুক্তি উপস্থাপনকালে আদালতের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

এসময় আদালত বলেন, ‘জুডিশিয়াল ইম্প্রুভমেন্ট থাকবে না? জুডিশিয়াল রিভিউ থাকবে না? সংবিধানের এ টু জেড আমরা ব্যাখ্যা করবো জনগণের অধিকারের প্রশ্নে, বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে।’

শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি ব্রিটেনের বিচার ব্যবস্থা নিয়ে একটি লেখা অ্যাটর্নি জেনারেলকে পড়তে বলেন। পড়া শেষ হলে প্রধান বিচারপতি বলেন, ‘আপনি যে লিখিত যুক্তি দিয়েছেন এই লেখা অনুসারে সেটি না জেনেই ইংল্যান্ডের ব্যাপারে যুক্তি দিয়েছেন। পৃথিবীতে একমাত্র সভ্য দেশ ইংল্যান্ড। অলিখিত সংবিধান পালনে চুল পরিমাণ এদিক ওদিক হয়নি।’

এসময় অ্যাটর্নি জেনারেল দ্বিমত পোষণ করে বলেন, ‘ইংল্যান্ড বিদেশিদের লুন্ঠন করেছে, তাদের সভ্য বলতে পারেন না।’ এর জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘লুন্ঠন অন্য জিনিস, আমেরিকাও লুন্ঠন করছে।’ এসময় অ্যাটর্নি জেনারেল ইংল্যাণ্ডের আইনের শাসন ‘ডেভেলপ করেছে বলা যেতে পারে’ উল্লেখ করলে প্রধান বিচারপতি বলেন, ‘ইয়েস, তারা তাদের নাগরিকদের সুরক্ষা দিতে পেরেছে।’ অ্যাটর্নি জেনারেল এরপর বলেন, ‘অন্যদের লুন্ঠন করে নিজেদের নাগরিকদের সুরক্ষা দিয়েছে।’

এর আগে গত ৮ মে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। এরপর ৯ মে শুনানি শেষে ২১ মে পর্যন্ত মুলতবি করেছিলেন আপিল বিভাগ। পরে ২১ মে রবিবার থেকে ধারাবাহিকভাবে শুনানি চলছে। আজ বুধবার রাষ্ট্রপক্ষ শুনানি শেষ করলে রিটকারী আইনজীবী মনজিল মোরশেদ তার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

/এমটি/ইউআই/এফএস/ 

আরও পড়ুন- 
রোড টু ইলেভেন: কখন কী করবে ইসি

সম্পর্কিত
সর্বশেষ খবর
সবসময় কি টাকা পিছনে ছুটে সময় ব্যয় করবেন?
সবসময় কি টাকা পিছনে ছুটে সময় ব্যয় করবেন?
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে