X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বাবা-মেয়ে ‘আত্মহত্যা’: যৌন নির্যাতনের কথা স্বীকার করেছে ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৭, ২১:৪৪আপডেট : ২৭ মে ২০১৭, ২১:৫৬

 

গ্রেফতারের পর বাবা-মায়ের আত্মহত্যা প্ররোচনার মামলার আসামি মো. ফারুক গাজীপুরের  বাবা ও মেয়ের আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি মো. ফারুক (৩০) শিশুটিকে যৌন নির্যাতনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব-১। শনিবার বিকালে কারওয়ান বাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে র‌্যাব-১-এর অধিনায় লে. ক. সারোয়ার বিন কাসেম বলেন, ‘শুক্রবার দিবাগত রাত ২টার দিকে র‌্যাব-১-এর একটি আভিযানিক দল সাভারের ইসলাম নগর এলাকা থেকে আসামি মো ফারুককে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, বাবা-মেয়ের আত্মহত্যার ঘটনার দুই মাস আগে মেয়েটিকে চকলেট খাওনোর প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন করেছে।’

র‌্যাব-১-এর অধিনায় লে. ক. সারোয়ার বিন কাসেম বলেন, ‘গত ২৯ এপ্রিল বাবা ও মেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পর কমলাপুর রেলওয়ে থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গত ২৬ মে আনুমানিক রাত ২টার দিকে র‌্যাব-১-এর একটি আভিযানিক দল সাভারের ইসলাম নগর এলাকা থেকে আসামি মো ফারুককে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যৌন নির্যাতনের কথা ফারুক স্বীকার করেছে। সে মেয়েটিকে যৌননির্যাতন করেই ক্ষান্ত হয়নি। মেয়েটির পরিবারকেও সামাজিকভাবে হেয় করেছে।’

র‌্যাব কর্মকর্তা বলেন, ‘ঘটনার পরপরই ফারুক আত্মগোপনে চলে যায়। সে প্রথমে কাপাসিয়া পরে বিশ্ব জাকের মঞ্জিল (আটরশি মাজার) এবং সর্বশেষ সাভারের জাহাঙ্গীর নগরে গোপনে অবস্থান করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল তাকে জাহাঙ্গীর নগরের ইসলাম নগর এলাকা থেকে গ্রেফতার করে।’

/এআরআর/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে