X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সিদ্দিকুর রহমানের আঘাত স্যাবোটাজ কিনা, খতিয়ে দেখব: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৭, ১৭:২১আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৭:৩২

 

আছাদুজ্জামান মিয়া পরীক্ষার রুটিনের দাবিতে শাহবাগে কর্মসূচি পালনের সময় তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখে আঘাত পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘সিদ্দিকুর রহমান একটি আঘাত পেয়েছেন। তারপর সংজ্ঞা হারিয়েছেন। কিভাবে আঘাত লাগল? এটা একটি বড় প্রশ্ন। অনুসন্ধান করে তদন্ত করে কারণ বের করা হবে। এখানে অন্য কোনও পক্ষ থেকে স্যাবোটাজ করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখব। এ ঘটনায় আমরা মর্মাহত হয়েছি।’ সোমবার বেলা ২টার দিকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিকুর রহমানকে দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাসপাতালে আধাঘণ্টা সিদ্দিকুর রহমানের পাশে ছিলেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি সিদ্দিকুর রহমানের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমি সিদ্দিকুর রহমানের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি। তার আহত চোখ দেখেছি। একটি টিয়ার শেল বা একটি ঢিলের আঘাতে একইসঙ্গে দুই চোখে আঘাত লাগতে পারে না। যদি একটি আঘাত লেগে থাকে, তাহলে নাক বা কপাল ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু তার নাক বা কপালে কোনও আঘাত নেই।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘ঘটনা যা-ই হোক, সেটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক ও অনভিপ্রেত। বিষয়টি নিয়ে আমরা মর্মাহত। ঘটনা তদন্তে ইতোমধ্যে আমরা একটি কমিটি গঠন করেছি। অনলাইন, সোশ্যাল মিডিয়া-সংশ্লিষ্ট তথ্য জোগাড় করা হয়েছে। সিসিটিভির ফুটেজ, ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করা হয়েছে। তদন্তে পুলিশের যদি কোনও গাফিলতি থাকে, অতিরিক্ত বল প্রয়োগ বা অপেশাদার আচরণ করে থাকে, অবশ্যই তাকে শাস্তির আওতায় আনা হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার রুটিন প্রকাশের দাবিতে কর্মসূচি পালন করে। এ সময় পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এরপর আহত অবস্থায় জাতীয় জাদুঘরের সামনের রাস্তা থেকে সিদ্দিকুর রহমানকে সংজ্ঞাহীন অবস্থায় সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে তাকে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে নেওয়া হয়। পুলিশ প্রথম থেকেই দাবি করছে, ইটপাটকেল বা ফুলের টবের আঘাতে তিনি আহত হয়েছেন। আঘাতে তার দুই চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি নিয়ে দেশের সর্বত্র পুলিশের সমালোচনা করা হচ্ছে।

ইতোমধ্যে, রবিবার সিদ্দিকুর রহমানকে দেখে আসেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। সিদ্দিকুর রহমানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তিতুমীর কলেজের অধ্যক্ষ। সোমবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও তাকে দেখতে হাসপাতালে যান।

/এআরআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক