X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালত অবমাননায় রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৭, ১৮:০০আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৮:০৭

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালত অবমাননায় রুল আদালতের নির্দেশনা থাকার পরও দেশের তিন জেলার ১৩ জন মুক্তিযোদ্ধাকে নিয়মিত ভাতা দেওয়া হয়নি। আদালত অবমাননায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচ জনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানিতে মঙ্গলবার (১৭ অক্টোবর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
চার সপ্তাহের মধ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক ও পরিচালক (প্রশাসন ও অর্থ), মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপ-সচিব (আইন) ও উপ-সচিবকে (অর্থ) রুলের জবাব দিতে বলা হয়েছে।
আবেদনের পক্ষে আদালতে ছিলেন ড.মো.ইউনুছ আলী আকন্দ। এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা।
রিটকারী পক্ষের আইনজীবী ইউনুছ আলী আকন্দ বাংলা ট্রিবিউনকে জানান, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর সরকার মুক্তিযোদ্ধাদের বয়স সর্বনিম্ন ১৩ বছর নির্ধারণ করে। কিন্তু ১৯৭১ সালে এরও নিচে বয়স থাকায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর ১৩ জন মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ হয়ে যায়।

তিন জেলার ওই ১৩ মুক্তিযোদ্ধার আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২১ মার্চ হাইকোর্ট তাদের নিয়মিত ভাতা প্রদানের নির্দেশ দেন। কিন্তু ওই আদেশ পালন না হওয়ায় ১৩ জন মুক্তিযোদ্ধা আবার হাইকোর্টে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পাঁচ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হলো।

/এজেডখান/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ