X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

প্রেমিককে ছুরিকাঘাত: জামিন পাননি ইডেন কলেজের ছাত্রী লাভলী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৮, ১৭:৫৯আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৯:২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের উদয়ন স্কুলের সামনে প্রেমিক আল আমিনকে (২৫) ছুরিকাঘাতের অভিযোগে দায়ের করা মামলায় ইডেন কলেজের ছাত্রী লাভলী ইয়াসমিন মিতার জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। সোমবার (২২ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার আসামি ইডেন কলেজের ছাত্রী আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম সরদার জামিন বিষয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ‘আসামি লাভলী ইয়াসমিন ইডেন কলেজের বাংলা বিভাগের মাস্টাস শেষ বর্ষের ছাত্রী। ভিকটিম (আল আলামিন) আসামিকে দীর্ঘদিন ইভটিজিং করে আসছিল, তাই নিজেকে রক্ষার জন্য আসামি এই কাজ করতে বাধ্য হন।’

এদিকে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ শুনানিতে বলেন, ‘লাভলীর সঙ্গে আলামিনের ছয় বছরের প্রেম ছিল। লাভলী তাকে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পনামতো ছুরিকাঘাত করেছে। এই আঘাতে মৃত্যু পর্যন্ত হতে পারতো। এখনও ভিকটিম আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।’

মামলায় অভিযোগ থেকে জানা যায়, গত বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বুয়েট ক্যাম্পাসের সামনের রাস্তায় আল আমিনের সঙ্গে লাভলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাভলী ভ্যানিটি ব্যাগ থেকে ছুরি বের করে আলামিনকে আঘাত করে। এতে গুরুতর আহত হলে আশপাশের লোকজন আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছুরিসহ লাভলীকে গ্রেফতার করে।

পরবর্তীতে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) আলামিনের ভাই আওলাদ হোসেন বাদী হয়ে শাহাবাগ থানায় দণ্ডবিধির ৩২৪/৩২৬ ধারায় গুরুতর আঘাতের দায়ে একটি মামলা দায়ের করেন। বর্তমানে শাহাবাগ থানার পুলিশের উপ পরিদর্শক অমল কৃষ্ণ দে মামলাটি তদন্ত করছেন। 
আরও পড়ুন: রাজধানীতে ছুরিকাঘাতে যুবক আহত

/টিএইচ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের