X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে দু’জন গুলিবিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৯, ১৫:১৬আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৭:৪৪

গুলিস্তান রাজধানীর গুলিস্তান পার্কের পূর্ব পাশে মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালের রাস্তায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন সুজা উদ্দিন তালুকদার (৩৮) ও জাহিদুল ইসলাম সোহাগ (৪০)। শনিবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

আশপাশের লোকজন তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান। দুজনই ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

সুজা উদ্দিন তালুকদার জানান, গুলিস্তানে পার্কের পাশে একটি মোটরসাইকেলে করে দুইজন এসে সুজা উদ্দিনের সঙ্গে থাকা ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। তিনি নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্বাহী হিসেবে কর্মরত। আহত আরেকজন সোহাগ নিজেই ছিনতাইকারী বলে সন্দেহ করছে পুলিশ। তাকে আটক করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী মনির হোসেন বলেন, গুলিস্তান পার্কের পূর্ব পাশে এক ব্যক্তিকে কয়েকজন দুর্বৃত্ত মারধর করে এলোপাতাড়ি গুলি করে মোটরসাইকেল ও একটি সিএনজি যোগে পালিয়ে যায়। পরে আহত সুজা উদ্দিনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসি।
এ সময় আরও একজনকে (সোহাগ) অন্য পথচারীরা নিয়ে আসেন। দুইজনেই বাম পায়ে গুলিবিদ্ধ হন।
আহত সুজা উদ্দিন পরে সাংবাদিকদের জানান, অফিসের কাজে তিনি মতিঝিল থেকে নবাবপুর যাচ্ছিলেন। পথে চার-পাঁচজন তাকে মারধর করে এবং গুলি করে তার কাছে থাকা ব্যাগটি নিয়ে যায়। ওই ব্যাগে চেকবইসহ মূল্যবান কাগজপত্র ছিল। তবে টাকাপয়সা ছিল না।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আলী জানান, প্রাথমিকভাবে জানা গেছে সোহাগ ছিনতাইকারী দলের সদস্য। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে আটক সোহাগ জানিয়েছেন, তিনি পেশায় ট্রাকচালক। তার বাড়ি ফরিদপুর বোয়ালমারী এলাকায়। গাড়ির কাগজ ঠিক করতে ঢাকা এসেছেন তিনি। এই পথ দিয়ে যাওয়ার সময় তিনি ঘটনার শিকার হন।

সুজা উদ্দিন মিরপুর ১ নম্বর সেকশনের আহামদ নগরে পরিবার নিয়ে থাকেন। তার বাবার নাম মৃত গিয়াস উদ্দিন। তিনি গুলশান অফিসে কর্মরত।

/আরজে/এআইবি/এসটি/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপতথ্য রোধে ইতালির সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী
অপতথ্য রোধে ইতালির সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, লক্ষাধিক টাকা জরিমানা
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, লক্ষাধিক টাকা জরিমানা
জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে পাঞ্জাবকে হারালো চেন্নাই
জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে পাঞ্জাবকে হারালো চেন্নাই
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে পতাকা উত্তোলনের আহ্বান ছাত্রলীগের
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে পতাকা উত্তোলনের আহ্বান ছাত্রলীগের
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের