X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

নাখালপাড়ায় গৃহকর্ত্রী হত্যা: তদন্তেই কেটে গেলো দেড় বছর

শেখ জাহাঙ্গীর আলম
২২ জুন ২০১৯, ০১:৪৯আপডেট : ২২ জুন ২০১৯, ০১:৪৯

আমেনা বেগম তদন্ত কার্যক্রমেই দেড় বছর কেটে গেলো রাজধানীর পশ্চিম নাখালপাড়ার গৃহকর্ত্রী আমেনা বেগম (৬৫) হত্যা মামলার। এখনও হত্যাকাণ্ডের ক্লু উদ্ধার বা জড়িত আসামিদের শনাক্ত করতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মামলার তদন্তে কোনও অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার। এদিকে হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।
২০১৮ সালের ৮ মার্চ দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ার ‘রসুল ভিলা’য় বাসা ভাড়া নেওয়ার কথা বলে ভেতর ঢুকে গৃহকর্ত্রী আমেনা বেগমকে কুপিয়ে হত্যা করে এক দুর্বৃত্ত। এই মামলা প্রথমে তদন্ত করে তেজগাঁও থানা পুলিশ। পরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এই মামলার তদন্ত করছে।
নিহত আমেনা বেগমের বড় ছেলে মো. হান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা হতাশ। দেড় বছর হতে চলেছে, কিন্তু পুলিশ এখনও কোনও ক্লু খুঁজে পায়নি। কারা, কেন আমার মাকে হত্যা করলো তাও জানাতে পারেনি। আগের তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বদলি হয়ে গেছেন। এখন নতুন তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছেন। মামলা আগে যা ছিল এখনও তাই, কোনও অগ্রগতি নেই।’
তদন্ত সংশ্লিষ্টরা জানান, ঘটনাস্থলের আশপাশে কোনও সিসিটিভি ক্যামেরা ছিল না। রসুল ভিলার সামনের সড়কে কয়েকটি দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকলেও সেগুলো বিকল ছিল। হত্যাকারী সম্পর্কে কোনও তথ্যও কেউ দিতে পারেনি। এছাড়াও ঘটনাস্থলে হত্যাকারীর ফেলে যাওয়ার কোনও আলামতও পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আঘাতের ধরন ও সার্বিক বিবেচনায় হত্যাকারীর বয়স ২৫-৩০ এর মধ্যে হবে। হত্যাকারী আগে থেকেই এই বাড়ির সম্পর্কে তথ্য জানতো বলেও ধারণা করা যাচ্ছে। তবে ঘটনার মূল মোটিভ কী ছিল সেটি বলা যাচ্ছে না।
মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি-পশ্চিম) পুলিশের পরিদর্শক মো. মাজেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নাখালপাড়ার ঘটনাটি সম্পূর্ণ ক্লু-লেস। দক্ষিণখানেও একই ধরনের হত্যাকাণ্ড ঘটেছিল। সে ঘটনারও কোনও ক্লু উদঘাটন হয়নি। মামলার তদন্ত চলছে। যেহেতু ক্লু পাওয়া যাচ্ছে না, তাই শুরু থেকে সবদিক বিবেচনায় রেখে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।’

তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, হত্যাকাণ্ডের সময় ওই বাসার নিচতলায় যে ভাড়াটিয়া ছিলেন, ইতোমধ্যে একাধিকবার তাদের বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিহতের আত্মীয়-স্বজনদের মধ্যেও অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু এখনও কোনও ক্লু পাওয়া যায়নি। তবে দক্ষিণখানে ঘটে যাওয়া চারটি ঘটনার সঙ্গে এই হত্যাকাণ্ডের ধরনের মিল রয়েছে।

/এসজেএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হত্যা মামলায় শাহে আলম মুরাদের ৪ দিনের রিমান্ড
হত্যা মামলায় শাহে আলম মুরাদের ৪ দিনের রিমান্ড
আ. লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার: আসিফ মাহমুদ
আ. লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার: আসিফ মাহমুদ
কুয়েটের সেই ৩৭ শিক্ষার্থীকে শোকজ, শিক্ষকদের ক্লাস বর্জন
কুয়েটের সেই ৩৭ শিক্ষার্থীকে শোকজ, শিক্ষকদের ক্লাস বর্জন
টাকা চুরি দেখে ফেলায় দুই বোনকে হত্যা করে ভাগ্নে
টাকা চুরি দেখে ফেলায় দুই বোনকে হত্যা করে ভাগ্নে
সর্বাধিক পঠিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র