X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

মাদক উদ্ধার: ক্লাবের নিয়ন্ত্রকদের কেউ আসামি নয়

আমানুর রহমান রনি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৯

ইয়ংমেন্স ক্লাবের ভেতরে ক্যাসিনোর টেবিল র‌্যাবের অভিযানে রাজধানীর মতিঝিল ও গুলিস্তানের কয়েকটি ক্লাব থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হলেও ক্লাবটি যাদের নিয়ন্ত্রণে ছিল তাদের কাউকে আসামি করা হয়নি। একটি মামলায় দু’জনকে আসামি করা হলেও তারা ক্লাবের কেউ না। এ বিষয়ে র‌্যাব জানিয়েছে, প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে মাদকের অভিযোগ পাওয়া গেছে তাদের আসামি করা হয়েছে। তদন্তে অন্য কারও নাম পাওয়া গেলে তদন্ত কর্মকর্তা তাদের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করতে পারবেন। ক্লাবে মাদক ও জুয়ার দায় ক্লাব কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না, তাদেরও সম্পৃক্ততা আছে বলে মনে করছেন অনেকেই।

বুধবার (১৮ সেপ্টেম্বর) মতিঝিলের ইয়ংমেন্স ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব এবং গুলিস্তানের মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রে একযোগে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-৩। তিনটি ক্লাব থেকে মাদক, জুয়ার টাকা ও জুয়ার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরের দিন ১৯ সেপ্টেম্বর মতিঝিল থানায় দু’টি মামলা হয়েছে। একটিতে আসামি করা হয়েছে তুহিন মুন্সী (৩৮), নবিন হোসেন সিকদার (৫২) এবং সাইফুল ইসলাম (৩৪) নামের তিন ব্যক্তিকে। অপর মামলাটি যুবলীগ থেকে বহিস্কৃত নেতা ও গ্রেফতার খালেদ মাহমুদ ভূঁইয়ার (৪৬) কমলাপুরের অফিস থেকে মাদক উদ্ধারের ঘটনায়। মুক্তিযোদ্ধা ক্লাব থেকে মাদক উদ্ধার করা হলেও এই ঘটনায় কারও বিরুদ্ধে মামলা হয়নি। মোবাইল কোর্টে আটক ব্যক্তিদের শাস্তি দেওয়া হয়েছে।

এ বিষয়ে আইনজীবীরা বলছেন, ক্লাব সংগঠক বা কর্তৃপক্ষ কোনোভাবেই মাদক ও জুয়ার দায় এড়াতে পারে না। ক্লাবের কেউ না কেউ এর সঙ্গে জড়িত। যারা এই ক্লাবগুলোর নেতৃত্বে রয়েছেন তারা এর সঙ্গে অবশ্যই জড়িত। এমনকি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও মাদকের দখলে থাকার যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সেখানেও বিষয়টি পরিষ্কার করা হয়েছে।

মতিঝিলের ক্যাসিনো থেকে আটকদের একাংশ মাদক দখলে থাকার বিষয়ে আইনে বলা হয়েছে, ‘দখল অথবা ধারণ’ অর্থ কোনও পদার্থ অথবা উপকরণ অথবা বস্তু সজ্ঞানে কোনও ব্যক্তির অঙ্গপ্রতঙ্গে, পোশাকে অথবা মালিকানায় অথবা স্বত্বাধিকারে, নিয়ন্ত্রণে অথবা কর্তৃত্বে থাকা অথবা কোনও ব্যক্তি কর্তৃক কোনোকিছু সংরক্ষণ, গুদামজাতকরণ, প্রদর্শন, দখল অথবা ধারণ করা।’

আইনজীবী মঞ্জুরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাদক যেহেতু ক্লাব থেকে উদ্ধার হয়েছে তাহলে ক্লাবের পরিচালনা পর্ষদের দায় রয়েছে। এই মাদক থেকে তারা লাভবান কিনা সেটা তদন্ত সংশ্লিষ্টরা দেখবেন। কমিটির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তারা আসামি হবেন। তবে কমিটির লোকজনকে প্রমাণ করতে হবে তারা এই মাদকের সঙ্গে জড়িত না।’

কোন ক্লাব থেকে কি পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছিল

গত ১৮ সেপ্টেম্বর র‌্যাব-৩ এর অভিযানের পর কর্মকর্তারা ক্লাব থেকে মাদক উদ্ধারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। তিনটি ক্লাব থেকে মধ্যে ইয়ংমেন্স ক্লাব থেকে মদ ও ইয়াবা, ওয়ান্ডারার্স ক্লাব থেকে হুইসকি মদ, ব্লাক লেবেল মদ, বিয়ার এবং ২৪০ সিগারেট এবং মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র থেকে ৩ লাখ ৩৯ হাজার টাকা, কষ্টিপাথর, মদ, বিয়ার ও হিরোইন সদৃশ্য পাউডার উদ্ধার করা হয়।

যেসব ক্লাবে মাদক পাওয়া গেছে সেগুলো যাদের অধীনে ছিল

ইয়ংমেন্স ক্লাব: ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবের সভাপতি যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন।

ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার এই ক্লাবটির সভাপতি, সাধারণ সম্পাদক জয় গোপাল সরকার।

মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র: এই ক্লাবটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। তবে এই ক্লাবটিতে ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের কক্ষ রয়েছে। তিনি সেখানে নিয়মিত যেতেন। এই ক্লাবটির একটি কক্ষে দক্ষিণের আওয়ামী লীগের শাহ আলম মুরাদের ছবি দেখা গেছে। 

র‌্যাবের বক্তব্য

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল শফিউল্লাহ বুলবুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা যাদের সম্পৃক্ততা পেয়েছি তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এখন তদন্ত হবে। তদন্ত কর্মকর্তা কারও সংশ্লিষ্টতা পেলে তাদেরও আসামি করতে পারবেন।’

/এআরআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এজিসি গলফ চ্যাম্পিয়ন জামাল
এজিসি গলফ চ্যাম্পিয়ন জামাল
বৈষম্যবিরোধীর নেতাদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বৈষম্যবিরোধীর নেতাদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
তুরস্কে ইউক্রেন আলোচনায় উপস্থিতি নিয়ে এখনও সিদ্ধান্তহীন ট্রাম্প
তুরস্কে ইউক্রেন আলোচনায় উপস্থিতি নিয়ে এখনও সিদ্ধান্তহীন ট্রাম্প
ঢাবির ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বাম সংগঠনের মশাল মিছিল
ঢাবির ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বাম সংগঠনের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
হেরেছিলেন ১১ ভোটে: সাড়ে তিন বছর পর আদালতের রায়ে ৪৬৬ ভোটে বিজয়ী
হেরেছিলেন ১১ ভোটে: সাড়ে তিন বছর পর আদালতের রায়ে ৪৬৬ ভোটে বিজয়ী
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ