X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

পুলিশের ওপর হামলার টার্গেট এবিটি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৯

র‌্যাব মিডিয়া সেন্টারেসংবাদ সম্মেলন পুলিশ সদস্যদের ওপর পেছন থেকে অতর্কিত হামলার টার্গেট ছিল আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি)। চাপাতি দিয়ে আক্রমণের পরিকল্পনা করেছিল তারা। রাজধানীর শাহ আলীর রইনখোলা ঈদগাঁহ এলাকা থেকে এবিটির চার সদস্যকে গ্রেফতারের পর তাদের মোবাইল ফোন ফরেনসিক টেস্ট করে এ পরিকল্পনার তথ্য জানতে পারে র‌্যাব-৪। গ্রেফতার চারজন হলেন, চাঁদপুরের আরিফুল করিম চৌধুরী অরফে আদনান চৌধুরী, নোয়াখালীর মেহেদী হাসান শাকিল অরফে বাবু, আব্দুল আল মামুন ও নাজমুল হাসান। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ইলেকট্রনিক সার্কিট, ডিভাইস, ব্যাটারি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক। তিনি বলেন, ‘গ্রেফতার চারজনের মোবাইল ফোন ফরেনসিক টেস্ট করে তাদের কিছু পরিকল্পনার কথা জানতে পেরেছি। তারা পুলিশের ওপর আক্রমণের পরিকল্পনা করছিল। পেছন থেকে চাপাতি দিয়ে আক্রমণ করতে চেয়েছিল। এ পর্যন্ত এই গ্রুপের ২৩ জনকে গত তিন মাসে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে চেষ্টা চলছে।’
গ্রেফতারকৃতদের কাছ থেকে জব্দ করা বই র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতার আরিফুল করিম ঢাকার এক অংশের আমির ছিল। ২০১৫ সালে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার হয়ে এক বছর ১১ মাস জেল খাটে। আগে হরকাতুল জিহাদের সদস্য ছিল। জেল থেকে বের হয়ে এবিটিতে যোগ দেয়। অনলাইনে শীর্ষস্থানীয় জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখতো আরিফুল।
গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস মেহেদী হাসান বাবু প্যারা মেডিক্যালে পড়াশুনা করেছে। গত দুই বছর ধরে এবিটির সঙ্গে যুক্ত। দুই বছর ধরে এবিটির সঙ্গে যুক্ত আল মামুন আলীম দ্বিতীয় বর্ষের ছাত্র। নাজমুল হাসান একটি ডেভেলপার কোম্পানিতে চাকরি করতো। অনলাইনে ছদ্মনাম ব্যবহার করে জঙ্গি কার্যক্রম পরিচালনা করে। এই চারজন ছাড়াও তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন এই গ্রুপের সঙ্গে জড়িত। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।

/আরজে/ওআর/
সম্পর্কিত
যে কারণে তালা দেওয়া হয়েছিল মেট্রোরেলের গেটে
অচিরেই জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে
রাজস্ব আদায়ে সব মাইলফলক অতিক্রম করবো: মেয়র তাপস
সর্বশেষ খবর
স্বচ্ছতা নিশ্চিতে আইনের সঙ্গে প্রযুক্তির ব্যবহার দরকার: কাজী নাবিল আহমেদ
স্বচ্ছতা নিশ্চিতে আইনের সঙ্গে প্রযুক্তির ব্যবহার দরকার: কাজী নাবিল আহমেদ
মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে ঢুকছে ভারী অস্ত্র
মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে ঢুকছে ভারী অস্ত্র
ছেলের এভারেস্টজয়ে বাবার মুখে হাসি, মা বললেন দুশ্চিন্তায় আছি
ছেলের এভারেস্টজয়ে বাবার মুখে হাসি, মা বললেন দুশ্চিন্তায় আছি
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ