X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সমকামে বাধা দিতে গিয়েই গোলাপকে হত্যা করে হৃদয়

নুরুজ্জামান লাবু
০৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৩

হৃদয় আশ্রয় দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে সমকামিতার জন্য জোর করায় উত্তরায় খুন হন গোলাপ হোসেন নামে এক ব্যক্তি। গত ২৮ জানুয়ারি তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। প্রায় ক্লুবিহীন এই হত্যাকাণ্ডের আসামিকে অবশেষে শনাক্ত করেন গোয়েন্দারা। হৃদয় (২৪) নামের ওই আসামি বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে, জবরদস্তি করছিল গোলাপ, নিষেধ না শোনায় ক্ষুব্ধ হয়েই সে প্রথমে তার মাথায় শিলপাটা দিয়ে আঘাত করে। এরপর বঁটি দিয়ে তার গলা ও বুকে আঘাত করে পালিয়ে যায়। তবে হৃদয় যাওয়ার সময় নিহতের পকেট থেকে ৩ শ’ টাকা ও একটি টেলিভিশন নিয়ে পালিয়ে যায়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ৭ম তলার উত্তর দিকের ফ্ল্যাটে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন গোলাপ। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারে। পেশায় বাস কাউন্টার ম্যানেজার। গত ২৮ জানুয়ারি সকালে ওই বাসা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। লাশের মাথায় জখম এবং পেটও কাটা ছিল। ঘটনার সময় নিহতের স্ত্রী-সন্তানেরা ছিলেন গ্রামের বাড়িতে। ২৬ জানুয়ারি রাত থেকে তার মোবাইল ফোন বন্ধ পান স্ত্রী। একদিন পর ২৮ জানুয়ারি বাসার তত্ত্বাবধায়ক তার রুমে গিয়ে পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, লাশ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে হত্যাকারীর একটি জ্যাকেট, এক জোড়া জুতা, চাদর এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটি ও পাটার শিল উদ্ধার করা হয়। তদন্তে নেমে পুলিশ কর্মকর্তারা জানতে পারেন, গোলাপ বিবাহিত হলেও সমকামী ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও প্রথাগত সূত্রের মাধ্যমে তারা জানতে পারেন, খুন হওয়ার আগে গোলাপ তার বাসায় অজ্ঞাত এক ব্যক্তিকে নিয়ে গিয়েছিলেন। পরে ওই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতার করতে শুরু হয় অভিযান। প্রযুক্তির সহায়তায় অজ্ঞাত ওই ব্যক্তিকে শনাক্তের পর বুধবার রাতে হৃদয় নামে ওই তরুণকে কদমতলী থানাধীন শ্যামপুর পালপাড়া এলাকার নিজ বাসা থেকে আটক করা হয়।

পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. কামরুজ্জামান সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামির স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে ভিকটিমের বাসা থেকে নিয়ে যাওয়া টেলিভিশনটি কদমতলী থানার শ্যামপুর পালপাড়া এলাকার জনৈক হানিফের চায়ের দোকান হতে উদ্ধার করা হয়। অভিযুক্ত হৃদয়কে আদালতে পাঠানো হলে সে বিচারিক হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আমরা দ্রুত মামলাটির চার্জশিট আদালতে জমা দেবো।’

মামলার তদন্ত কর্মকর্তা জানান, হৃদয়কে আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। আদালতে দেওয়া হৃদয়ের ভাষ্য, সে পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক। একই সঙ্গে মাদকাসক্ত। মাঝে মধ্যে চুরি-ছিনতাইও করে।
গত ২৬ জানুয়ারি সে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের ব্যাটারিচালিত রিকশার ব্যাটারিটা ৪ হাজার টাকায় বিক্রি করে। এই টাকা নিয়ে সে গ্রামের বাড়ি লালমনিরহাটের উদ্দেশে রওনা দেয়। বাসে করে উত্তরা আব্দুল্লাহপুর এসে দেখে তার পকেটে টাকা নেই। তবু সে বাস কাউন্টারে বাসের খোঁজ করতে গেলে পরিচয় হয় গোলাপ হোসেনের সঙ্গে। গোলাপ তাকে জানায়, রাতে আর বাস পাওয়া যাবে না। পরদিন সকালে সে তাকে বাসে তুলে দেবে।

আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হৃদয় আরও বলেছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে এসেছে শুনে গোলাপ তাকে তার বাসায় রাত থাকার প্রস্তাব দেয়। গোলাপ জানায়, তার স্ত্রী-সন্তান বাসায় নেই। হৃদয়ের দাবি, উত্তরার বাসায় নিয়ে গোলাপ তাকে সমকামের জন্য জোর করে। সে তাকে বারবার নিষেধ করেছে। একপর্যায়ে সে ওই ঘরে থাকা শিলপাটা দিয়ে তার মাথায় আঘাত করে। পরে বঁটি দিয়ে গলা ও পেট কেটে বাসা থেকে বের হয়ে যায়।

হৃদয়ের এই ভাষ্যের সত্যতা সম্পর্কে জানতে চাইলে তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, ঘটনার পরপরই গোলাপের বিষয়ে খোঁজ করতে তারা আব্দুল্লাহপুরের বাস কাউন্টারগুলোতে যান। সেখানে একজন পানের দোকানদার পুলিশকে জানায়, ২৬ তারিখ রাত ১২টার দিকে গোলাপ একজনের সঙ্গে কথা বলছিল। তারা একসঙ্গেই বাসার দিকে যায়। পরবর্তীতে গোলাপের বাসার পথের একাধিক সিসিটিভি ফুটেজে তাদের একসঙ্গে রিকশা দিয়ে যেতে দেখা যায়।

পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান সরদার বলেন, ‘গোলাপ যে রিকশা দিয়ে বাসায় গিয়েছিল আমরা সেই রিকশাওয়ালাকেও শনাক্ত করে তার সঙ্গে কথা বলেছি। সে আমাদের জানিয়েছে, হৃদয় ও গোলাপকে সে ওই বাসার নিচে নামিয়ে দিয়ে এসেছিল। কিন্তু অজ্ঞাত ওই ব্যক্তির কোনও বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছিল না। পরে খুনির ফেলে যাওয়া একটি ক্লু ধরে আমরা তাকে শনাক্ত করি।’

/এআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?