X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

করোনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য সংবলিত লিফলেট প্রচার, আটক ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২০, ২০:১৯আপডেট : ২৮ মার্চ ২০২০, ২১:২০

লিফলেট করোনাভাইরাস নিয়ে বিভ্রান্তিকর তথ্য সংবলিত লিফলেট প্রচারের অভিযোগে রমনা থানা পাঁচ জনকে এবং শাহবাগ থানা পুলিশ একজনকে আটক করেছে। শনিবার (২৮ মার্চ) বিকালে তাদের আটক করা হয়। এ সময় প্রচারের জন্য ব্যবহৃত একটি ছোট পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লিফলেট বিতারণের সময় আমরা একজনকে আটক করেছি। তার কাছ থেকে কয়েকশ’ লিফলেট উদ্ধার করা হয়েছে।’

ওসি আরও বলন, ‘আমরা আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছি। রাজধানীর ৩২টি এলাকায় ৩২টি গাড়ি নিয়ে তারা প্রচারণা চালাচ্ছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।’

অপরদিকে, রমনা থানা পুলিশ একই লিফলেট প্রচারের সময় পাঁচ জনকে আটক করেছে। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, শনিবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ এলাকায় লিফলেট বিলি করার সময় একজনকে আটক করেন রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার এসএম শামীম ও জাবেদ ইকবাল। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মৌচাক এলাকা থেকে আরও পাঁচজনকে আটক করা হয়।

এসএম শামীম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এরা করোনা নিয়ে অপপ্রচার চালাচ্ছিল; যা রাষ্ট্রবিরোধী কাজ। সরকার যেখানে সবাইকে ঘরে থাকার জন্য বলছে, সেখানে তারা জমায়েত করার আহ্বান জানাচ্ছে। তারা ভুল ও মিথ্যা তথ্য দিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছিল।’

আরও যারা এ ধরনের লিফলেট বিলি করছে তাদের আটক করতে ঢাকা মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানায় বার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বলেন, ‘রাজারবাগে পীরের একটি খানকা রয়েছে। আমরা সেখানে যাচ্ছি। এ ধরনের অপ্রচার বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/আরজে/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা