X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বুড়িগঙ্গায় বর্জ্য ফেলা কারখানাগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্নই থাকছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২০, ২৩:০০আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৩:২২

বুড়িগঙ্গা (প্রতীকী ছবি) শিল্প-কারখানার বর্জ্যের দ্বারা বুড়িগঙ্গার পানি দূষণের ঘটনায় বিচ্ছিন্ন করা বিদ্যুৎ সংযোগ ফিরে পেতে দায়ের করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নই থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে সীবা টেক্সটাইলসহ ১১ জনের করা আপিল আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বিভাগ এই রায় দেন।

আদালতে সীবা টেক্সটাইলসহ অন্য ১১ জন আপিলকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং এএম আমিনউদ্দিন। পরিবেশ অধিদফতরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে বুড়িগঙ্গা নদীর পানি দূষন ও পরিবেশের ধ্বংস প্রতিরোধে জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট পিটিশন দায়ের করে। পরে ২০১৪ সালে হাইকোর্ট রুল জারির পাশাপাশি এক আদেশে শিল্প কারখানা কর্তৃক বর্জ্য নিঃসরণের মাধ্যমে পরিবেশ ধ্বংসকারী অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশনা দেন।

পরবর্তীতে পরিবেশ অধিদফতর মোবাইল কোর্ট পরিচালনা করে অনেকগুলো শিল্প কারখানার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে। পরে আরেকটি আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ সংযোগের জন্য আদালত পুনরায় আদেশ দিলে রিটকারী পক্ষ সে আদেশের বিরুদ্ধে আপিল করা হয়। সেই আবেদনের শুনানি নিয়ে হইকোর্টের আদেশ স্থগিত করে রুল নিষ্পত্তির জন্য নির্দেশ দেন আপিল বিভাগ।

পরে উক্ত বিদ্যুৎসংযোগ ফিরে পেতে সীবা টেক্সটাইলসহ ১১ জন ২০১৮ সালে পৃথক একটি রিট পিটিশন দায়ের করলে হাইকোর্টের একটি বেঞ্চ বিদ্যুৎসংযোগ ফিরিয়ে দিতে আদেশ দেন। তবে আপিল বিভাগের পূর্ববর্তী আদেশের বিষয়ে অবহিত করে রিট পিটিশনটি শুনানির জন্য আবেদন জানালে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহম্মদ উল্লাহের আদালতে শুনানি হয় এবং শুনানি শেষে ২০১৯ সালেল ১০ ডিসেম্বর রুল খারিজ করে আদেশ দেওয়া হয়। পরে উক্ত আদেশের বিরুদ্ধে সীবা টেক্সটাইলসহ ১১ জন লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করেন।

/বিআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম
ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম
এনবিআরের আরও ৫ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক 
এনবিআরের আরও ৫ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক 
গুমের সঙ্গে সেনাসদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে সেনাবাহিনী
গুমের সঙ্গে সেনাসদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে সেনাবাহিনী
পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’