X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১
আদিবাসী নারী ও কল্যাণ সংস্থার প্রতিবেদন

২ বিভাগে ১৯ আদিবাসী নারী ও শিশু নির্যাতনের শিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ২২:৪৪আপডেট : ০৮ মার্চ ২০২১, ২২:৪৪

এক বছরে রাজশাহী ও রংপুর বিভাগে ১৯ জন আদিবাসী নারী ও কন্যা শিশু ধর্ষণ বা গণধর্ষণ, অপহরণের পরে ধর্ষণ, ধর্ষণের পরে হত্যা, শারীরিক লাঞ্চনা ও আক্রমণ, ধর্ষণের চেষ্টা, অপহরণ এবং অপহরণের চেষ্টার শিকার হয়েছে। এরমধ্যে অধিকাংশ ঘটনাই গতবছরের শেষ চার মাসে সংঘটিত হয়েছে।

আজ সোমবার (৮ মার্চ) আদিবাসী নারী ও কল্যাণ সংস্থার পাঠানো এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সংস্থাটি জানায়,  গতবছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পযন্ত এসব ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে গতবছর ধর্ষণ বা গণধর্ষণের শিকার হয়েছে ৭ জন, ধর্ষণের পরে হত্যার শিকার হয়েছে ১ জন, শারীরিক লাঞ্চনা ও আক্রমণের শিকার হয়েছে ১ জন, ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে ৯ জন এবং অপহৃত হয়েছে ১ জন।

গতবছর মাত্র ২ জন ধর্ষক ও নারী নির্যাতনকারীকে উপযুক্ত শাস্তি দেওয়ার বিষয়টি জানা গেছে। তাছাড়া বেশিরভাগ ঘটনায় মামলা চলমান রয়েছে।

তারা জানায়, আদিবাসী নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার দুইটি ঘটনা গতবছর বেশ আলোচিত হয়েছে।

একটি হলো মুষহর নৃ গোষ্ঠির একমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া কন্যা রুখিয়া রাউতকে ধর্ষণ এবং হত্যার ঘটনা। গত ৬ অক্টোবর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পাঁচপুকুরিয়ায় আঞ্চলিক মহাসড়কের পাশে শালবাগানে হাত-পা বাঁধা অবস্থায় রুখিয়া রাউত এর লাশটি উদ্ধার করে পুলিশ। বর্তমানে এই ঘটনায় মূল ৩ আসামির মধ্যে একজন জামিন পেয়েছে আর দুই আসামি এখনও জেল হাজতে আছে।

অপর আলোচিত ঘটনাটি হলো রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা মাহালীপাড়া এলাকায় ‘সাধুজন মেরী ভিয়ান্নী গির্জায়” তিনদিন ধরে আটকে রেখে ১৫ বছর বয়সী এক আদিবাসী কিশোরীকে গির্জার ফাদার প্রদীপ গ্রেগরির ধর্ষণের ঘটনা। জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর  ওই গির্জার পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয় ওই কিশোরী। অনেক খোঁজাখুঁজির পরে তাকে না পেয়ে ২৭ সেপ্টেম্বর ওই কিশোরীর ভাই স্বপন হাঁসদা নিখোঁজের ঘটনা থানায় জিডি করেন। পরে থানা পুলিশ ২৯ সেপ্টেম্বর নির্যাতিত কিশোরীকে গীর্জা থেকে উদ্ধার করে। অভিযুক্ত ফাদার কয়েকদিন পালিয়ে থাকলেও শেষপর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

 

/এসএনএস/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে