X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

প্রাইভেটকারে তুলে ছিনতাই: গ্রেফতার ৫ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ২০:৪২আপডেট : ১৭ জুন ২০২১, ২০:৪২

গন্তব্যে পৌঁছে দেওয়ার নাম করে ছিনতাই চক্রের গ্রেফতার পাঁচ সদস্যের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৭ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত তাদের প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- মো. মানিক মিয়া, জাকির হোসেন, আরিফ, হযরত আলী ও জাহিদ হোসেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে জানা গেছে, এ দিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বুধবার (১৬ জুন) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সিটি ফিলিং স্টেশনের পাশের গলি থেকে এই পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় তাদের কাছ থেকে একটি গাড়ি, ছুরি ও স্ক্রু ড্রাইভারসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা বিভাগ) একেএম হাফিজ আক্তার বলেন, চক্রের সদস্যরা কাউকে গাড়িতে ওঠালে জানালার পাশে বসতে দিতো না। ‘বমির সমস্যা আছে’- এমন কারণ দেখিয়ে তারা জানালার পাশে বসতো। এতে ভুক্তভোগীকে বাধ্য হয়েই মাঝখানে বসতে হতো। এক পর্যায়ে বিভিন্নভাবে ভয় দেখিয়ে তার মোবাইল কেড়ে নিয়ে বিকাশ নম্বর এবং পাসওয়ার্ড নিয়ে নিতো চক্রটি। পরে বিভিন্ন সড়কে ঘুরে ভিকটিমের সর্বস্ব ছিনিয়ে নিয়ে মলম ও স্প্রে দিয়ে অচেতন করে বেঁধে রাস্তায় ফেলে দিতো চক্রের সদস্যরা।

সম্প্রতি এমন একটি ঘটনার শিকার মো. আমিনুল ইসলাম নামের এক ভুক্তভোগীর খিলক্ষেত থানায় করা মামলার তদন্তে নেমে আসামিদের গ্রেফতার করে পুলিশ।

ছিনতাইকারী এ চক্রটি রাজধানীর খিলক্ষেত কুড়িল বিশ্বরোড এলাকা থেকে ভুলতা গাউছিয়া এবং এয়ারপোর্ট থেকে ময়মনসিংহ-শেরপুর পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে প্রাইভেটকারে যাত্রী ওঠাতো বলেও জানান অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।

/এমএইচজে/ ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি