X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সংসদ সচিবালয় কোয়ার্টারে নারীর মরদেহ: ‘প্রতারক’ স্বামী রিমান্ড শেষে কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২১, ২০:৩৬আপডেট : ১৮ জুন ২০২১, ২০:৩৬

রাজধানীর আগারগাঁও এলাকায় সংসদ সচিবালয়ের কোয়ার্টার থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যা প্ররোচণার মামলায় স্বামী মো. মিল্লাত মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১৮ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লাহর আদালত এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এ দিন মিল্লাতকে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে মামলাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১২ জুন শেরেবাংলা নগর থানা এলাকার জাতীয় সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে নিবেদিতা রোয়াজা ওরফে নুসরাত জাহান নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পরদিন নিহতে বাবা রত্ন কান্তি রোয়াজা শেরেবাংলা নগর থানায় ওই নারীর স্বামী মো. মিল্লাত মামুনকে (২৭) আসামি করে একটি আত্মহত্যার প্ররোচণার মামলা দায়ের করেন। সোমবার (১৪ জুন) রাত সোয়া ১২টার দিকে কল্যাণপুর বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

পরে গত বুধবার (১৬ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত মামুন মিল্লাতের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেফতারকৃত মো. মিল্লাত মামুন ২০১৯ সালে বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে নিবেদিতা রোয়াজা ওরফে নুসরাত জাহানকে (২৭) প্রতারণার মাধ্যমে ধর্মান্তরিত করে বিয়ে করেন। বিয়ের পর থেকে নুসরাতকে নানাভাবে শারীরিক ও মানসিক আঘাত এবং নির্যাতন করতেন। ওই নারী নির্যাতনে অতিষ্ঠ হয়ে গত ১২ জুন আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে পুলিশ তদন্তে নিশ্চিত হয়েছে।

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
নিখিল কৃষ্ণ মজুমদারের সাক্ষাৎকার
নিখিল কৃষ্ণ মজুমদারের সাক্ষাৎকার
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা