X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

সংসদ সচিবালয় কোয়ার্টারে নারীর মরদেহ: ‘প্রতারক’ স্বামী রিমান্ড শেষে কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২১, ২০:৩৬আপডেট : ১৮ জুন ২০২১, ২০:৩৬

রাজধানীর আগারগাঁও এলাকায় সংসদ সচিবালয়ের কোয়ার্টার থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যা প্ররোচণার মামলায় স্বামী মো. মিল্লাত মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১৮ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লাহর আদালত এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এ দিন মিল্লাতকে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে মামলাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১২ জুন শেরেবাংলা নগর থানা এলাকার জাতীয় সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে নিবেদিতা রোয়াজা ওরফে নুসরাত জাহান নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পরদিন নিহতে বাবা রত্ন কান্তি রোয়াজা শেরেবাংলা নগর থানায় ওই নারীর স্বামী মো. মিল্লাত মামুনকে (২৭) আসামি করে একটি আত্মহত্যার প্ররোচণার মামলা দায়ের করেন। সোমবার (১৪ জুন) রাত সোয়া ১২টার দিকে কল্যাণপুর বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

পরে গত বুধবার (১৬ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত মামুন মিল্লাতের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেফতারকৃত মো. মিল্লাত মামুন ২০১৯ সালে বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে নিবেদিতা রোয়াজা ওরফে নুসরাত জাহানকে (২৭) প্রতারণার মাধ্যমে ধর্মান্তরিত করে বিয়ে করেন। বিয়ের পর থেকে নুসরাতকে নানাভাবে শারীরিক ও মানসিক আঘাত এবং নির্যাতন করতেন। ওই নারী নির্যাতনে অতিষ্ঠ হয়ে গত ১২ জুন আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে পুলিশ তদন্তে নিশ্চিত হয়েছে।

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল