X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মগবাজারে বিস্ফোরণ: অবহেলার অভিযোগে পুলিশের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২১, ২৩:৪৫আপডেট : ২৯ জুন ২০২১, ২৩:৪৫

রাজধানীর মগবাজারে ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের রেখা নীড় নামের ভবনে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত কারণ উল্লেখ করে রমনা থানায়  একটি মামলা  দায়ের করেছেন ওই থানার এসআই  মো. রেজাউল করিম। সোমবার  (২৮ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে মামলাটি দায়ের করা হয়।

পেনাল কোডের ৩০৪ এর ‘ক’ ধারায় দায়ের করা এই মামলার এজাহার থেকে জানা গেছে, রবিবার (২৭ জুন) রাতে ওই ভবনে বিকট শব্দে  বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির পেছনের  ও সামনের দিকের অনেকখানি অংশ ধসে পড়ে এবং ভবনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয় এবং বাসে থাকা বেশিরভাগ যাত্রী আহত হন।

এজাহারে বলা হয়, এই বিস্ফোরণে আউটার সার্কুলার রোডে রাস্তার অপরপাশে রাশমনো হাসপাতাল, নজরুল শিক্ষালয়, আড়ং ভবন, বিশাল সেন্টার, ডমিনো ভবনসহ বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ওই সব ভবনে অবস্থানরত লোকজনসহ সাধারণ পথচারীরা জখম হন। পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট, সিআইডির ক্রাইম ইউনিট, পিবিআই ঘটনাস্থলে এসে তাদের কার্যক্রম পরিচালনা করে।  এ ঘটনায়‌ গুরুতর আহত অবস্থায় মো. মুস্তাফিজুর রহমান, স্বপন মিয়া, আবুল কাশেম মোল্লা, রুহুল আমিন নোমান, জান্নাত কাকলি, সুবাহানা মারা যান। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়। স্বজনদের  আবেদনের পরিপ্রেক্ষিতে  ময়নাতদন্ত ছাড়াই ২ জনের লাশ হস্তান্তর করা হয়।

এজাহারে আরও বলা হয়, মৃতদের মধ্যে জান্নাত কাকলি ও তার মেয়ে সুবাহানা ওরফে তাইয়্যেবা ধসে পড়া ভবনের নিচতলায় শর্মা হাউজের  ভেতরে ছিলেন এবং মৃত আবুল কাশেম ক্ষতিগ্রস্ত আজমেরি পরিবহন বাসের মালিক, যা ধসে পড়া ভবনের সামনের রাস্তায় ওপরে ছিল। এছাড়া আহতদের মধ্যে ৫০ জনের বেশি ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিয়েছেন।  কয়েকজন এখনও ভর্তি রয়েছেন।

এজাহার সূত্রে আরও জানা যায়, ভবনটির মালিকের  সার্বিক অব্যবস্থাপনা, অতি পুরনো বৈদ্যুতিক সঞ্চালন লাইন, ত্রুটিপূর্ণ গ্যাস ব্যবস্থাপনা, অথবা ভাড়াটে দোকান শর্মা হাউজের অননুমোদিত গ্যাস ও বৈদ্যুতিক সামগ্রী ব্যবহারে  অবহেলা, বেঙ্গল মিটের  অননুমোদিত গ্যাস বা বৈদ্যুতিক সামগ্রী ব্যবহারে অবহেলা, গ্র্যান্ড কনফেকশনারির অনুনোমোদিত গ্যাস ও বিদ্যুতের ব্যবহার ও অবহেলা, অথবা দ্বিতীয় তলায় সিঙ্গার ইলেকট্রনিক্সের অনুমোদিত বৈদ্যুতিক সামগ্রী মজুত রাখা ও অবহেলা, অথবা তিতাস গ্যাস কোম্পানির অবহেলাজনিত গ্যাস সরবরাহ, বিদ্যুৎ সঞ্চালন কোম্পানির ত্রুটিপূর্ণ সংযোগ, সিটি করপোরেশনের অপরিকল্পিত গাফিলতিপূর্ণ সংস্কার কাজের জন্য এই বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়। একারণে হতাহতের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। যার পরিপ্রেক্ষিতে পেনাল কোডের ৩০৪ ‘ক’ ধারায় মামলাটি করা হয়।

এ ব্যাপারে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুনুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মগবাজারে যে ভবনে ঘটনা ঘটেছে, সেখানকার ভবন মালিক এবং ভাড়াটিয়াসহ সংশ্লিষ্ট যারা রয়েছেন, তাদের গাফিলতি রয়েছে এবং বিষয়টি অবহেলাজনিত কারণে ঘটেছে উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়। পরবর্তীতে তদন্তপূর্বক এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
অগ্নিঝুঁকি নিয়ে এখনও ভবনের আন্ডারগ্রাউন্ডে মার্কেট
সায়েন্সল্যাবের ঘটনা মগবাজারের বিস্ফোরণের মতো: সিটিটিসি
মগবাজারে বিস্ফোরণ, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পুলিশের মামলা
সর্বশেষ খবর
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ