X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

২৭ কোটি টাকা আত্মসাৎ: সাধারণ বিমা কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ১৫:২২আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৫:২২

প্রায় ২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাধারণ বিমা করপোরেশনের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার নাম আবুল কাশেম। তিনি সাধারণ বিমা করপোরেশনের মতিঝিলের প্রধান কার্যালয়ের অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে কর্মরত রয়েছেন। সোমবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দুদকের একটি টিম মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, গ্রেফতারকৃত আবুল কাশেম সাধারণ বিমা করপোরেশনের নিউমার্কেট শাখা-৯ এর ব্যবস্থাপক হিসেবে কর্মরত থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এক্সিম ব্যাংকের ইমামগঞ্জ শাখায় একটি হিসাব খুলেছিলেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই তিনি ‘সাধারণ বিমা করপোরেশন বিআর-৯ ঢাকা’ নামে খোলা ওই ব্যাংক হিসাবে বিমা করপোরেশনের বোর্ড সভার একটি জাল রেজুলেশন দাখিল করেন। ওই ব্যাংক হিসাব খোলার সময় রফিকুল ইসলাম নামে অজ্ঞাত এক ব্যক্তিকে তিনি বিমা করপোরেশনের ডিজিএম হিসেবে হিসাব পরিচালনাকারী বলে উল্লেখ করেছেন। পরে তিনি সরকারি প্রতিষ্ঠানের প্রিমিয়াম অবৈধভাবে খোলা ব্যাংক হিসাবে জমা করেছেন এবং সাধারণ বিমা করপোরেশনের বিভিন্ন শাখার ভুয়া সিল ব্যবহার করে পলিসি ইস্যু করেছেন।

দুদকের একজন কর্মকর্তা জানান, সরকারি প্রিমিয়ামের টাকা তার নিজের খোলা ব্যাংক হিসেবে জমা দিয়ে আবুল কাশেম ২০১০ সালের ১ এপ্রিল থেকে ২০২০ সালের ৫ অক্টোবর পর্যন্ত নিজ নামে ও অন্যান্য ব্যক্তি-প্রতিষ্ঠানের নামে ২৬ কোটি ১৪ লাখ ৯৮ হাজার ২০৩ টাকা তুলে এবং অন্যান্য ব্যাংক হিসাবে স্থানান্তর করে আত্মসাৎ করেছেন।

দুদক সূত্র জানায়, আবুল কাশেমের এই জালিয়াতির ঘটনা জানতে পেরে দুদক প্রথমে একটি অনুসন্ধান কমিটি করে। অনুসন্ধান কমিটি ঘটনার সত্যতা পেয়ে মামলার সুপারিশ করলে গত বছরের ৯ নভেম্বর আবুল কাশেমের বিরুদ্ধে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ একটি মামলা (নং ৫) দায়ের করা হয়। ওই মামলাতেই সোমবার আবুল কাশেমকে গ্রেফতার করা হয়।

দুদক কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল হক জানান, আবুল কাশেমকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আত্মসাৎ করা অর্থ কোথায় স্থানান্তর ও রূপান্তর করেছে তা জানার চেষ্টা করা হবে।

 

/এনএল/আইএ/
সম্পর্কিত
নারী পাচার: ৫ এজেন্সি মালিক ও জনশক্তি ব্যুরোর ৪ জনের বিরুদ্ধে মামলা
সাবেক এমপি শম্ভুর ৩৩ বিঘা জমি জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
এনবিআরের আরও ৫ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে