X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ডা. উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে শিগগিরই চার্জশিট

নুরুজ্জামান লাবু
২৮ জুলাই ২০২১, ২১:১৮আপডেট : ২৮ জুলাই ২০২১, ২২:৩৯

সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন- দুদক। এই মামলার তদন্ত গুছিয়ে এনেছেন দুদকের তদন্ত কর্মকর্তা। তদন্তে হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে ১৩ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সম্প্রতি আরও কিছু নথিপত্র চেয়ে উত্তম কুমার বড়ুয়ার কাছে আরেকটি চিঠি পাঠিয়েছেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

দুদক সূত্র জানায়, ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থবছরে সাজানো দরপত্রের মাধ্যমে সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া ও মেসার্স এএসএল -এর স্বত্বাধিকারী আফতাব আহমেদ পরস্পর যোগসাজশে ১৩ কোটি ১৭ লাখ ৯১ হাজার ৬৪৯ টাকা আত্মসাৎ করেন। সোহরাওয়ার্দী হাসপাতালের জন্য যন্ত্রপাতি কেনার নামে ক্রয় নীতিমালা ভঙ্গ করে সাজানো দরপত্রের মাধ্যমে তারা এই টাকা আত্মসাৎ করেছেন। দুদকের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা  মেডিক্যাল যন্ত্রপাতির প্রকৃত আমদানিকারক, সরবরাহকারী ও স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে এসব যন্ত্রপাতির মূল্য যাচাই-বাছাই করে অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছেন।

দুদকের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, সোহরাওয়ার্দী হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে পৃথক তিনটি মামলা হয়েছে। এর একটি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। অল্প কিছু কাজ বাকি রয়েছে। খুব শিগগিরই এই মামলার চার্জশিট দেওয়া হবে।

জানা গেছে, গত বছরের শুরুর দিকে সোহারাওয়ার্দী হাসপাতালের কেনাকাটায় অনিয়ম নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ায় উত্তম কুমার বড়ুয়াসহ মেডিক্যাল যন্ত্রপাতি সরবরাহকারী পৃথক দুটি প্রতিষ্ঠান মেসার্স এএসএল-এর মালিক আফতাব আহমেদ ও মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের মালিক মুন্সী ফররুখ আহমেদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে দুদক। এছাড়া স্বাস্থ্য অধিদফতরও অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে মেডিক্যাল যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়মের সঙ্গে জড়িত থাকার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটির তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর গত বছরের অক্টোবরে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়।

দুদক সূত্র জানায়, গত ১৫ জুলাই উত্তম কুমারের কাছে পাঠানো এক চিঠিতে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক থাকাকালীন ভারী যন্ত্রপাতি কেনার আর্থিক সীমা, যন্ত্রপাতি কেনার ক্ষমতা এবং রাজস্ব, উন্নয়ন ও থোক বরাদ্দ বাজেটের অর্থ দিয়ে যন্ত্রপাতি কেনার নীতিমালা, বিধিবিধান ও প্র্যাকটিস সংক্রান্ত নথিপত্র সাত দিনের মধ্যে জমা দিতে বলা হয়। এছাড়া ওই চিঠিতে প্রতিষ্ঠানের প্রধান ও দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি হিসেবে উত্তম কুমার বড়ুয়ার নিজের আর্থিক ক্ষমতার সীমা সংক্রান্ত নথি, দুটি দরপত্রের তথ্য, ঠিকাদারের দাখিল করা বিল ও হিসাব রক্ষণ অফিসে পাঠানো নথিপত্র এবং মেসার্স এএসএল-এর দরপত্র জমা থেকে মূল্যায়ন ও তুলনামূলক বিবরণীসহ যাবতীয় নথিপত্র জমা দিতে বলা হয়েছে।

দুদকের একজন কর্মকর্তা জানান, চিঠি প্রাপ্তির সাত দিনের মধ্যে এসব নথিপত্র জমা দিতে বলা হয়েছে। গত ২৭ জুলাই এই চিঠি সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করেছে। এসব নথিপত্র দুদক কার্যালয়ে জমা হলে তা জব্দ তালিকায় নথিভুক্ত করে মামলার কার্যক্রম গুছিয়ে আনা হবে।

সূত্র জানায়, দুদকের মামলা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভাগীয় মামলা দায়েরের পরপরই অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়াকে গত বছরের ৩ নভেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। দুদকের তদন্ত বিষয়ে একাধিকবার অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

 

/এপিএইচ/
সম্পর্কিত
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
সরকারি খাদ্যগুদাম থেকে ভালোটা সরিয়ে রাখা হচ্ছে নিম্নমানের চাল, দুদকের মামলা
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা