X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

টিকটক আসক্তিতে ঘর ছাড়া কিশোরী ময়মনসিংহে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৯

স্বল্পদৈর্ঘ্যের ভিডিও শেয়ারিং সাইট টিকটককে কেন্দ্র করে গড়ে ওঠা একটি চক্রের খপ্পরে পড়ে ঢাকা থেকে অপহৃত অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ময়মনসিংহের গফরগাঁও থেকে উদ্ধার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় অপহরণকারী চক্রের অন্যতম হোতা রায়হান হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও রবিন ও খোকন নামে গ্রুপটির আরও দুই সদস্য এখনও পলাতক বলে জানিয়েছে র‌্যাব।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক এ তথ্য জানান।

তিনি জানান, গত ১২ সেপ্টেম্বর রাজধানীর কাফরুলে অষ্টম শ্রেণির এক ছাত্রী স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর ওই ছাত্রী আর বাসায় না ফেরায় তার বাবা কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কয়েকদিন পরও ওই ছাত্রী বাসায় না আসায় পরবর্তী সময়ে তার বাবা র‌্যাব-৪ বরাবর একটি অভিযোগ করেন। যার পরিপ্রেক্ষিতে র‌্যাবের একটি দল অভিযোগটির ছায়াতদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর অভিযানিক দল শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত থেকে আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের অন্যতম হোতা রায়হান হোসেনকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৪ এর অধিনায়ক বলেন, অপহরণকারীরা একটি টিকটক গ্রুপের সদস্য। এই গ্রুপে ৭ থেকে ৮ জন সদস্য রয়েছে। যারা ঘনঘন লাইভে এসে একে অপরের সঙ্গে তথ্য আদান-প্রদান করে। ওই গ্রুপের অন্যতম সদস্য গ্রেফতার রায়হান রাজধানীর  নর্দা এলাকার আজিজ সড়কে বসবাস করে।

রায়হান একটি প্রাইভেট কোম্পানিতে গাড়ি চালাতো উল্লেখ করে তিনি আরও বলেন, তার স্ত্রী ও সন্তান নারায়ণগঞ্জে থাকে। আর খোকন একটি বেসরকারি কোম্পানিতে এবং রবিন নর্দা এলাকার একটি সেলুনে কাজ করে। এই টিকটক গ্রুপের আরও বেশ কয়েকজন সদস্যের নাম পাওয়া গেছে।

এই গ্রুপের অন্যতম দুই সদস্য মধ্যপ্রাচ্য প্রবাসী বলে গ্রেফতার রায়হানকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে র‌্যাব। র‌্যাবের এই কর্মকর্তা বলেন, এই টিকটক গ্রুপের সদস্যরা স্কুলপড়ুয়া উঠতি বয়সী মেয়েদের প্রেমের প্রলোভন দেখিয়ে বিপথে পরিচালিত করতো। তারা অত্যন্ত ধুরন্দর প্রকৃতির। টিকটক গ্রুপের সদস্যরা নানা অপকর্মে লিপ্ত রয়েছে বলেও জানা গেছে। তারা টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেনামী পরিচয় ব্যবহার করতো। অপহৃত ভুক্তভোগী বেশ কিছুদিন ধরে এই টিকটক গ্রুপের সঙ্গে যুক্ত ছিল। নিখোঁজ হওয়ার দিন অপহৃত ভুক্তভোগী বাসা থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়।

গ্রেফতার রায়হান বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে নর্দায় আজিজ রোডের একটি ভাড়া করা বাসায় আটকে রাখে। এরপর ওই ছাত্রীর পরিবার তাকে খুঁজে পেতে পুলিশের শরণাপন্ন হয়েছে জানতে পেরে কৌশলে ওই বাসা থেকে ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঠিয়ে দেয় রায়হান।

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, অদূর ভবিষ্যতেও এমন শিশু অপহরণকারী চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
সর্বশেষ খবর
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে যা বলছে বিটিআরসি
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে যা বলছে বিটিআরসি
২০২৪ সালে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখলো বিশ্ব
২০২৪ সালে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখলো বিশ্ব
বকেয়া বিল ৫ কোটি টাকা, কেটে দেওয়া হলো পৌর ভবনের বিদ্যুৎসংযোগ
বকেয়া বিল ৫ কোটি টাকা, কেটে দেওয়া হলো পৌর ভবনের বিদ্যুৎসংযোগ
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা