X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কথিত পীর মুত্তালিব চিশতি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:১১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:১১

আব্দুল মুত্তালিব চিশতি নামে এক কথিত পীরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি আওয়ামী নির্মাণ শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি। ইউপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্যসহ বিভিন্ন তদবিরের নামে অর্থ আত্মাসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ডিবির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মশিউর রহমান বলেন, ‘প্রতারণা করে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে কথিত পীর আব্দুল মুত্তালিব চিশতিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দু’টি মামলা রয়েছে।’

ডিবি জানায়, দুই স্ত্রী আর অসংখ্য মুরিদ থাকলেও এই ভণ্ড পীর পরিচালনা করতেন ‘ঢাকা গে কমিউনিটির দু’টি ওয়েব পেজ।  এর মাধ্যমে প্রায় একশ’ জন বয় ফ্রেন্ডের সঙ্গে অস্বাভাবিক ও বিকৃত যৌনাচারে লিপ্ত হতেন।

উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, ‘ধান্দাবাজি আর প্রতারণায় রাজনীতিকে ব্যবহার করার দৌড়েও বেশ এগিয়ে রয়েছে ভণ্ড পীর আব্দুল মোত্তালেব চিশতি।’

তিনি জানান, ইতোমধ্যে একটি চক্রকে দিয়ে আওয়ামী নির্মাণ শ্রমিক লীগে বাগিয়ে নিয়েছে সিনিয়র সহ-সভাপতির পদ। এই পদবি ব্যবহার করে সে সংগঠনের পুরুষ এবং নারী নেতাকর্মীর সঙ্গে সেলফি এবং ছবি তুলতো।

তাদেরকে দিয়ে সুপারিশ করিয়ে বিভিন্ন সময়ে প্রবেশ করে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত  মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাতায়াত ছিল তার। কখনও মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে ছবি তুলেছে।

ডিবি আরও জানায়, তার লম্বা বয়ান এবং মোনাজাতে মুগ্ধ হয়ে অনেকেই মোবাইল নম্বর দিয়েছেন। এরপর প্রতারণার শুরু করে এই ভণ্ড পীর।

পীরবাদ ও রাজনৈতিক পদবি ব্যবহার করে বিভিন্ন মন্ত্রণালয়ে মাস্টার রোলে চাকরি দেওয়া, রাজউকের বিভিন্ন প্রকল্পে নির্মাণাধীন ফ্ল্যাট স্বল্পমূল্যে বরাদ্দ দেওয়া, দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও ও পৌরসভার চেয়ারম্যান, মেম্বার, ওয়ার্ড কাউন্সিলর, অথবা মেয়র প্রার্থীদেরকে নৌকা প্রতীক বরাদ্দ পাইয়ে দেওয়ার নাম করে একেকজনের কাছ থেকে নিয়েছে ৬  থেকে ১০ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন।

এই ভণ্ড প্রতারকের বিরুদ্ধে ইতোমধ্যে দু’টি মামলা হলেও শতাধিক বঞ্চিত ভিকটিম লোকলজ্জায় অভিযোগ করছেন না বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগ।

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
কিরগিজস্তানে কাজ দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা!
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
সর্বশেষ খবর
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট