X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি

এফবিআইয়ের সঙ্গে বৈঠক করবে সিআইডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৬, ১৯:১৯আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২১:৪৯

বাংলাদেশ সিআইডি-এফবিআই ব্যাংকের  রিজার্ভ অর্থ চুরির ঘটনা তদন্তে আসছে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই। শুক্রবার দুপুরে এফবিআই’র বাংলাদেশ কার্যালয়ের প্রধান কর্মকর্তার সঙ্গে বাংলাদেশের তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা বৈঠক করবেন। আগামী রবিবারের আগেই এফবিআই’র আরও কয়েকজন প্রতিনিধি ঢাকায় এসে পৌঁছবেন বলে জানা গেছে।
এদিকে, বৃহস্পতিবার দিনভর বাংলাদেশ ব্যাংকে অনুসন্ধান চালিয়েছে সিআইডি। বেশ কিছু আলামত জব্দ করে বিকেলে সিআইডি’র কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংক  থেকে বেরিয়ে যান।
তদন্তে সংশ্লিষ্ট সিআইডি’র কর্মকর্তারা জানান, তারা আগেই বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের জানিয়ে দেন বৃহস্পতিবার ছুটির দিনেও তারা তদন্ত কাজ চালাবেন। পরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা  ব্যাংকে গিয়ে সিআইডিকে জানালে তারা বাংলাদেশ ব্যাংকে গিয়ে বিভিন্ন তথ্য অনুসন্ধান ও আলামত জব্দ করেন।

দিনভর তদন্ত কার্যক্রম শেষে বাংলাদেশ ব্যাংক থেকে বের হয়ে সিআইডি’র ডিআইজি সাইফুল আলম সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরো’র (এফবিআই) বাংলাদেশ কার্যালয়ের প্রধান কর্মকর্তার সঙ্গে কাল শুক্রবার তারা বৈঠক করবেন। এছাড়া, ইন্টারপোলের সঙ্গেও আলোচনা করবেন তারা।

বৃহস্পতিবার কী কী আলামত ও তথ্য সংগ্রহ করেছে সিআইডি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিআইজি সাইফুল আলম বলেন, ফরেন এক্সচেঞ্জ ও সিকিউরিটি সার্ভিল্যান্স ইকুইপমেন্ট জব্দ করা হয়েছে। সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া