X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

চুলে যেন রঙের খেলা

সুরাইয়া নাজনীন
১১ জুলাই ২০১৬, ১৭:২৭আপডেট : ১১ জুলাই ২০১৬, ১৭:৫১

নওশাবা

 

সাজের অন্যতম অধ্যায় হলো চুলের স্টাইল। এই স্টাইলের ওপর নির্ভর করে মানুষের ব্যক্তিত্ব। চুল যদি ঠিকঠাকমতো সাজানো যায়,  তাহলে নিজেকে সবার চেয়ে আলাদাভাবে উপস্থাপন করা যায়। এখন চুলের সাজে এসেছে নতুন ট্রেন্ড। অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা হচ্ছে বাহারি ব্যান্ড, ক্লিপ, পান্স, কাটা।

চুলের চলতি ফ্যাশন নিয়ে রেড এর কর্ণধার আফরোজা পারভীন বলেন, খুব কম সময়ে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চাইলে চুলের সাজই প্রধান। চট জলদি চুলকে পরিপাটি করে তুলতে ব্যবহার করা হচ্ছে ভিন্ন আঙ্গিকের ব্যান্ড, ক্লিপ, কাটা ইত্যাদি। ছোট-বড় সবাই পরছে চুলের এসব উপকরণ। একটা সময় ছিল যখন চুল বাধতে ফুল ছাড়া আর কোন কিছুই ভাবা হতো না। এখনো ফুলের কদর আছে কিন্তু ব্যবহারের ধারার কিছুটা পরিবর্তন হয়েছে।

মেয়েরা এখন চুলকে স্ট্রেট শেপ করে খুলে রাখতেই বেশি পছন্দ করে, এক্ষেত্রে দেখা যায় সামনে একটি কালারফুল ব্যান্ড দিলেই সৌন্দর্য ফুটে উঠছে বহুগুণে। আর বাঙালী মেয়েদের খোঁপার আবেদনতো বেশ পুরনো। তবে খোঁপাকে আরও নান্দনিক করে তুলতে ব্যবহার করতে পারেন রঙবেরঙের খোপার কাটা। কালো চুলে লাল, সাদা, নীল, বেগুনী রঙের স্টোনের কাটা চেহারায় এনে দেবে গর্জিয়াস লুক।

সময়ের অভাবে মানুষ ইচ্ছা থাকলেও কাঁচা ফুল অনেক সময় ব্যবহার করতে পারে না তাই বলে কি আধুনিকতার যুগে মানুষ থেমে থাকবে? কখনই না,  এখন ফুলের আদলে নানা রকম রাবার ব্যান্ড, ক্লিপ, তৈরি ফুলেল খোপা অনায়াসে আপনি পরতে পারেন দিনের বা রাতের পার্টিতে। তাছাড়া সাদা,  অফহোয়াইট, সিলভার এসব রঙের ছোট ছোট খোপার কাটা কিংবা পাঞ্চ ক্লিপ পরলে চুলকে আরও মোহনীয় দেখাবে। চুলের এসব উপকরনগুলো চেহারায় বয়সের ছাপ কমায় অথাৎ বেবি লুক ফুটিয়ে তোলে খুব সহজে বলছিলেন আফরোজা পারভীন।

বাঁধন

হারমনি স্পা ও ক্লিওপেট্টার কর্ণধার রাহিমা সুলতানা বলেন,  চুলে যে স্টাইলই করুন না কেন,  খেয়াল রাখতে হবে নিজেকে যেন চুলের স্টাইলের সঙ্গে মানানসই লাগে। তাই নিজের চেহারা ও ব্যক্তিত্বে নতুন লুক দিতে বিভিন্ন ধরনের হেয়ার কাট ট্রাই করে দেখতে পারেন। যারা অফিসে কাজ করেন তারা লেয়ার, স্টেপ, স্কয়ার লেয়ার করে কাটতে পারেন। যাতে প্রয়োজনমতো চুলটা বেধেও রাখা যায়। অনেকের বেশ চওড়া কপাল থাকে। চওড়া কপাল ঢাকতে সামনের চুল ছোট করে কাটতে পারেন। লম্বা চুলে পেছনটা ইউ বা আপনার পছন্দমতো কোনো শেপ দিতে পারেন। এসব হেয়ার কার্টের সাথে চুলের বিভিন্ন উপকরন ব্যবহার করতে পারেন নিজের পছন্দ অনুযায়ী।

ছবি: সাজ্জাদ হোসেন। 

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ