X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

চীনা বাদামের এলার্জি রুখতে নতুন কৌশল!

লাইফস্টাইল ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৭, ১৭:৪৮আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৭:৫২

চিনা বাদাম ও পিনাট বাটার যুক্তরাষ্ট্রে চীনা বাদামের এলার্জিতে শিশু মৃত্যুর হার শুনলে আঁতকে উঠতে আপনি বাধ্য। মোট শিশু মৃত্যুর ২শতাংশ। বাদামের মতো একটি মজার খাবার খেয়ে কারও মৃত্যু হয়েছে শুনলেই কেমন অস্বাভাবিক লাগে, তাই না? শিশুদের প্রায়শই এই এলার্জি আকড়ে ধরে। যাদের এই মজার বাদামে এলার্জি তাদের বাদামের খোসা মাড়ানোও নিষেধ। তবে সম্প্রতি চিকিৎসকরা নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন তাতে করে চীনা বাদাম এলার্জিতে ভুগছেন যারা তারাও চীনা বাদাম খেতে পারবেন। ধীরে ধীরে কাটিয়ে তোলা হবে বাদামের এলার্জি।

নতুন এই পদ্ধতিকে ‘লিপ ট্রায়াল’ নাম দেওয়া হয়েছে। এটি শুধুমাত্র শিশুদের ক্ষেত্রেই প্রযোজ্য। ছোটবেলা থেকেই এই পদ্ধতিতে চেষ্টা করলে এলার্জির ভয়ঙ্কর রূপ রুখে দেওয়া সম্ভব বলে দাবি করেছেন গবেষকরা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব এলার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজের পরিচালক ডক্টর অ্যান্থনি ফসি জানান, ইতোমধ্যেই এই ‘লিপ ট্রায়াল’ বেশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। এটি এলার্জিতে ভোগা শিশুদের পিতামাতা ও শিক্ষকদের বেশ উপকার করবে।

গবেষকরা তিনভাগে শিশুদের ভাগ করেছেন। এদের মধ্যে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ, মাঝারি ঝুঁকিপূর্ণ এবং সামান্য ঝুঁকিপূর্ণ শিশু। এবং যেসব শিশুর পারিবারিক ইতিহাস বলে চিনাবাদামে এলার্জি হওয়ার সম্ভাবনা প্রকট তাদেরকে ছোটবেলাতেই একবার এলার্জি পরীক্ষা করতে হবে, যদি পরীক্ষায় এলার্জি সেই বয়সে এলার্জি ধরা না পড়ে তবে তখন থেকেই চিনা বাদাম খাওয়ানোর শুরু করতে হবে। সেই বয়সে খাওয়ালে অভ্যাস গড়ে উঠবে এবং এলার্জি সম্ভাবনা কমে আসবে। অন্যদিকে কম ঝুঁকিপূর্ণদের ক্ষেত্রে যেকোনও বয়সেই চীনা বাদাম ও এর তৈরি খাবার নিয়মিত খাওয়ানোর মধ্য দিয়ে ঝুঁকি কমিয়ে আনতে হবে। মাঝারি ঝুঁকিপূর্ণদের ছয় মাসে একবার চীনা বাদামের তৈরি খাবার নিয়ম করে খাওয়াতে হবে।

তবে এই পদ্ধতি আপনি তখনই অনুসরণ করতে পারবেন যখন চিকিৎসক নিশ্চিত করবে আপনার পরিবারের সদস্যের চিনা বাদামের এলার্জি কোন পর্যায়ে রয়েছে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান গ্রেফতার
বিমানবন্দরের চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
খালেদা জিয়ার দেশে ফেরাবিমানবন্দরের চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
খাদ্যগুদামে চাল সরবরাহ না করায় রাজশাহী বিভাগে ৬১টি চালকলের লাইসেন্স বাতিল
খাদ্যগুদামে চাল সরবরাহ না করায় রাজশাহী বিভাগে ৬১টি চালকলের লাইসেন্স বাতিল
কক্সবাজারে নতুন আসা এক লাখ ১৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন, ক্যাম্পে জায়গা নেই
কক্সবাজারে নতুন আসা এক লাখ ১৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন, ক্যাম্পে জায়গা নেই
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর