X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শত শিশুশিল্পে বঙ্গবন্ধু স্মরণ

লাইফস্টাইল ডেস্ক
১৮ মার্চ ২০১৭, ১৯:১৫আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৯:১৬

শত শিশুশিল্পে বঙ্গবন্ধু স্মরণ তুমুল উৎসাহ আর গভীর মনোযোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আঁকছে দুই শতাধিক শিশু। রাজধানীর বিভিন্ন স্কুলের তিন থেকে পনেরো বছর বয়সী এই শিশুদের হাতের কাঁচা রঙে বিভিন্ন ভঙিমায় প্রকাশিত হচ্ছে কচিমনে লুকিয়ে থাকা অজ​স্র​ মুজিব। তার জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ, শুক্রবার পল্লবীর ৩২ নম্বর সড়কে আয়োজিত শিশুশিল্প উৎসবের উদ্বোধনী পর্বের দৃশ্য ছিল এমন।

খুব সকালেই শিল্পমনা শিশু ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে উৎসব চত্বর। পাখির কলতানে মুখরিত এই বাসন্তী সকালে শিশুদের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের রেশ কাটতে না কাটতেই শোনা যায় কুষ্টিয়ার সন্টু বাউলের দরাজ গলার ডাক। শুরু হয় গোষ্ঠের গান। গান চলতে চলতেই কানায় কানায় ভরে ওঠে শিশুদের জমায়েত। উদ্বোধনী পর্ব শেষে শুরু হয়ে যায় উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রঙ পেন্সিল, তুলি আর ক্যানভাস নিয়ে ব্যস্ত হয়ে যায় শিশুরা।

পঞ্চমবারের মতো এই উৎসব করছে সেন্টার ফর এডভান্স নারচারিং এন্ড ভিজ্যুয়াল আর্ট স্টাডিজ (ক্যানভাস)। আগামী প্রজন্মের জন্য নিবেদিত ‘ক্যানভাস আর্ট ফেস্ট’ শীর্ষক এই আয়োজনকে এবারো নানা রঙে সাজানো হয়েছে। চিত্রাঙ্কণ প্রতিযোগিতা শেষে শুরু হয় শিশুশিল্পীদের সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান। একইসঙ্গে আগ্রহীরা মেতে ওঠে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায়। সেখানে এক শিশুকে দেখা গেছে মুজিবের সাজে।

দুপুরের পর শিশুদের আঁকা ছবিগুলোর প্রদর্শনী শুরু হয়। একই সময়ে অভিজ্ঞ শিল্পীদের তত্ত্বাবধানে চারুকলার বিভিন্ন বিষয়ে বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহনকারী শিশুদের চিত্রাঙ্কন ও রঙ, কারু ও মৃত্তিকা শিল্প, স্থির ও ছাপচিত্র এবং ভাস্কর্য ও সমন্বিত শিল্পকলার সম্পর্কে জেনেছে। একইসঙ্গে তারা হাতে-কলমে শেখারও সুযোগ পেয়েছে। আয়োজকরা বলছেন, এর মূল উদ্দেশ্য শিশুশিল্পীদের মনোজগতের মনন ও ভাবপ্রকাশের বিজ্ঞানকে একটুখানি উসকে দেয়া। এছাড়া এবারের আয়োজনে ছিল ‘ভার্চুয়াল রিয়েলিটি’ উপভোগের সুযোগ।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে