X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ঈদ রান্না: ক্রিসপি চিংড়ি সবজির সালসা

ফাতেমা আবেদীন
২১ জুন ২০১৭, ১৮:৪৫আপডেট : ২৩ জুন ২০১৭, ০৩:৫৬

BB1_-24 ঈদের রান্নায় একটু ভিন্নতা আনা দরকার। চিংড়ি মালাইকারি, দই চিংড়ি, চিংড়ি ফ্রাই এর থেকে বের হয়ে এবার ক্রিসপি চিংড়ির সালসা হলে কেমন হয়ে? খুব সহজে অল্প সময়ে ঈদের দিন তৈরি করে ফেলতে পারেন এই মজার খাবারটি।

এটি তৈরি করতে হবে তিন ধাপে-

প্রথমে চিংড়ি ক্রিসপি করে ভাজতে হবে, এরপর টমেটোর সালাদ বানাতে হবে। সব শেষ ধাপে সরিষা-মেয়োনেজ দিয়ে সস বানাতে হবে।

উপকরণ:

চিংড়ি মাছ- ১২টি

লবণ- পরিমাণমতো

গোল মরিচগুঁড়া – সামান্য

তেল- ভাজার জন্য

সালসার জন্য –

টমেটো- ২টি (কুচি)

শসা- আধা কাপ (কুচি)

সেদ্ধ বরবটি কুচি- আধ কাপ

ধনেপাতা- ২ চা চামচ (কুচি)

আদা- আধা চা চামচ (কুচি)

কাঁচামরিচ- ১টি (কুচি)

লেবুর রস- ৩ চা চামচ

সরিষার তেল- ২ চা চামচ

লবণ- স্বাদ মতো

গোলমরিচ গুঁড়া- সামান্য

জিরা গুঁড়া- আধা  চা চামচ

মরিচ গুঁড়া- ১ চিমটি

ঈদ রান্না: ক্রিসপি চিংড়ি সবজির সালসা সসের জন্য-

মেয়োনেজ-

সরিষা পেস্ট

টমেটো সস

চাট মশলা

*** অনেকে নারকেল কুচি পছন্দ করেন। সামান্য নারকেল কুচিও দিতে পারেন। এতে মালাই ফ্লেভার আসবে

প্রণালি: চিংড়ি গোল মরিচ ও লবণ দিয়ে মুচমুচে করে ভেজে তুলুন। একটি পাত্রে গোলমরিচ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া ও মরিচ গুঁড়া টমেটো ও শসা কুচির সঙ্গে ধনেপাতা কুচি, আদা কুচি ও মরিচ কুচি মিশিয়ে সালসা তৈরি করুন।  

এবার একটি পাত্রে ঘরে বানানো ফ্রেশ মেয়োনেজের সঙ্গে সরিষা পেস্ট, টমেটো সস ও চাট মশলা ভালো করে মিশিয়ে সস তৈরি করে নিন। সসে মালাই ফ্লেভার আনতে চাইলে ২ টেবিল চামচ নারকেল দুধ ও নারকেল কুচি মিশিয়ে নিতে পারেন।

এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পরিবেশন করুন ক্রিসপি চিংড়ি সবজির সালসা। সবচেয়ে ভালো হয় গ্লাসে পরিবেশন করলে। দেখতে যেমন ভালো লাগে তেমনি খেতেও দারুণ। একটা একটা করে লেয়ার চামচ দিয়ে খেতে দারুণ লাগবে।

ছবি: সাদ্দিফ অভি।

/এফএএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার